বরের সঙ্গে প্রেমিককেও বিয়ে করতে চেয়ে থানায় তাণ্ডব নববধূর
যত কাণ্ড থানায়। টুইটারে ছড়িয়ে পড়া এক ভিডিও দেখে এমনটাই মনে হচ্ছে। ভিডিওয় বিয়ের বেনারসি পরেই ‘দু’টো বিয়ে করব’ বলে তুমুল চিৎকার জুড়েছেন এক তরুণী। আর তাঁকে সামলাতে হিমশিম খাচ্ছেন মহিলা পুলিশকর্মীরা।
ভিডিওটি কোথাকার, তা জানা যায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দীপিকা নারায়ণ ভরদ্বাজ। যিনি পেশায় সাংবাদিক এবং তথ্যচিত্র নির্মাতা। দীপিকার টুইট করা ভিডিওয় লাল বেনারসি শাড়ি পরে বধূর সাজেই রয়েছেন তরুণী। দেখে মনে হচ্ছে, মদ্যপানও করেছেন তিনি। আর সেই অবস্থাতেই চিৎকার করছেন দু’টো বিয়ে করার দাবি জানাচ্ছেন।
বিয়ের দাবিতে চিৎকার করে প্রায় গোটা থানা মাথায় তুলেছিলেন তরুণী। কাগজপত্র, ফোন যা হাতের কাছে পাচ্ছিলেন, ছুঁড়ে ফেলছিলেন। তাঁর কাণ্ড দেখার জন্য ভিড় জমে গিয়েছিল। অনেকেই ভিডিও রেকর্ড করছিলেন। কোনওভাবে তরুণীকে নিয়ে ভিতরে চলে যান পুলিশকর্মীরা। ভিডিও দেখার পর অনেকেই তরুণীর সদ্য বিয়ে করা স্বামীর জন্য দুঃখ প্রকাশ করেছেন।