You will be redirected to an external website

জন্মদিনে পোষ্যকে চমক, ১৬ লক্ষেরও বেশি টাকা খরচ করে বাড়ি তৈরি করলেন যুবক

জন্মদিনে-পোষ্যকে-চমক,-১৬-লক্ষেরও-বেশি-টাকা-খরচ-করে-বাড়ি-তৈরি-করলেন-যুবক

জন্মদিনে পোষ্যকে চমক

ব্রেন্ট রিভেরা নামে ওই সারমেয়প্রেমী ইউটিউবে একটি ভিডিও শেয়ার করেন। সেই ভিডিওতে তিনি জানান, পোষ্য চার্লির জন্য একটি আস্ত বাড়ি তৈরি করেছেন। ওই বাড়িতে শোওয়ার ঘর, বসার ঘর এবং শৌচালয় রয়েছে। এছাড়া বাড়ির বসার ঘরে টিভির বন্দোবস্ত করা হয়েছে। ওই টিভিতে নানা জীবজন্তুর ভিডিও দেখতে পারবে চার্লির। বাড়ি তৈরি করতে ভারতীয় মূল্যে খরচ পড়েছে প্রায় ১৬ লক্ষেরও বেশি।

চার্লিকে একাই বাড়িতে রেখে অফিস যেতে হয় ব্রেন্ট রিভেরাকে। তাই সেই সময় একাই থাকে চার্লি। কিন্তু একা থাকতে কী আর তার ভাল লাগে? তাই চার্লির একাকীত্ব কাটাতে একজন ‘প্রফেশনাল পেটার’ও নিয়োগ করেছেন তিনি। এখানেই শেষ নয়। চার্লির নিঃসঙ্গতা কাটাতে একটি ছোট কুকুরছানাও বাড়িতে এনেছেন ব্রেন্ট রিভেরা। যাকে দেখে বেজায় খুশি সারমেয়টি।

ইউটিউবে এই ভিডিওটি দেখে অবাক প্রায় সকলেই। তাই তো হু হু করে বাড়ছে লাইক এবং শেয়ারের সংখ্যা। পোষ্যের জন্য ১৬ লক্ষেরও বেশি টাকা দামের বাড়ি উপহার দেওয়াকে ‘বাড়াবাড়ি’ বলেই দাবি করছেন কেউ কেউ। 

AUTHOR :RIMA

গাড়ি-থেকে-নামলেন,-হেঁটে-গেলেন,-রাস্তা-আটকে-রাখা-বিশাল-সাপ-খালি-হাতে-সরিয়েও-দিলেন! Read Previous

গাড়ি থেকে নামলেন, হেঁটে ...

১২-কেজির-‘বাহুবলী’-শিঙাড়া,সাবাড়-করতে-হবে-আধ-ঘণ্টায়,জিতলে-পকেটে-৭১-হাজার! Read Next

১২ কেজির ‘বাহুবলী’ শিঙা...