হরিণ আর সিংহীর যুদ্ধ
এ একেবারে উলটপুরাণ! হরিণ আর সিংহীর যুদ্ধ। বেশ কিছু ক্ষণ চলল বেদম হুটোপুটি। তার পর আচমকাই দেখা গেল ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা সিংহীর। হরিণকে ছেড়ে সে সোজা ঝাঁপ দিল জলে। বেশ খানিক ক্ষণ সেখানে থেকে ঠাণ্ডা হওয়ার পর সে ধীরে ধীরে উঠে এল পারে। তবে তখনও তার হাবে ভাবে আতঙ্ক। পিছন ফিরে কয়েক ঝলক দেখে নিল প্রতিদ্বন্দ্বীকে। তার পর ধীর পায়ে ছাড়ল এলাকা।
এই গোটা ঘটনাটির একটি ভিডিয়ো সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছিল ‘দ্য ডার্ক সাইড অফ নেচার’ নামে একটি অ্যাকাউন্ট থেকে। সেটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে।