You will be redirected to an external website

খাদ্যের উপর ঝাঁপ দিল খাদক! তারপর যা ঘটল, তা আশা করেননি কেউ...

খাদ্যের-উপর-ঝাঁপ-দিল-খাদক!-তারপর-যা-ঘটল,-তা-আশা-করেননি-কেউ...

হরিণ আর সিংহীর যুদ্ধ

এ একেবারে উলটপুরাণ! হরিণ আর সিংহীর যুদ্ধ। বেশ কিছু ক্ষণ চলল বেদম হুটোপুটি। তার পর আচমকাই দেখা গেল ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা সিংহীর। হরিণকে ছেড়ে সে সোজা ঝাঁপ দিল জলে। বেশ খানিক ক্ষণ সেখানে থেকে ঠাণ্ডা হওয়ার পর সে ধীরে ধীরে উঠে এল পারে। তবে তখনও তার হাবে ভাবে আতঙ্ক। পিছন ফিরে কয়েক ঝলক দেখে নিল প্রতিদ্বন্দ্বীকে। তার পর ধীর পায়ে ছাড়ল এলাকা।

এই গোটা ঘটনাটির একটি ভিডিয়ো সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছিল ‘দ্য ডার্ক সাইড অফ নেচার’ নামে একটি অ্যাকাউন্ট থেকে। সেটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে।

AUTHOR :RIMA

গাড়ি-থেকে-নামলেন,-হেঁটে-গেলেন,-রাস্তা-আটকে-রাখা-বিশাল-সাপ-খালি-হাতে-সরিয়েও-দিলেন! Read Previous

গাড়ি থেকে নামলেন, হেঁটে ...

১০৮টি-নরমুণ্ড-দিয়ে-হয়-এই-পুজো!-কী-ভাবে?-জানলে-শিউরে-উঠবেন... Read Next

১০৮টি নরমুণ্ড দিয়ে হয় এই ...