আমেরিকায় দেদার বিকোচ্ছে দেশি খাটিয়া, ছবি: সংগৃহীত
চারপেয়ে কাঠের খাটিয়া। অনলাইনে কিনতে গেলে যার দাম পড়ে কয়েক হাজার টাকা। কিন্তু সেই একই জিনিস যদি বিক্রি হয় লাখ খানেক টাকায়! চোখ কপালে ওঠারই কথা। আমেরিকার কয়েকটি ওয়েবসাইটে এই ধরনের দেশি খাটিয়ার দাম ধার্য করা হয়েছে ১ লক্ষেরও বেশি। শুধু তাই নয়, অনেকে সেই ‘বহুমূল্য’ খাটিয়া কিনছেনও।
সমাজমাধ্যমে কয়েকটি স্ক্রিনশট ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, ভারতীয় ছোট খাটিয়ার দাম কোথাও ১ লক্ষ ১২ হাজার ৭৫ টাকা। কোথাও আবার একটু রঙচঙে হলেই দাম পৌঁছে গিয়েছে দেড় লক্ষের কাছাকাছি।
এই দাম দিয়ে খাটিয়া অনেকেই কিনছেন বলে ধারণা নেটাগরিকদের। কারণ, ওয়েবসাইটে লেখা রয়েছে, আর মাত্র কয়েকটি খাটিয়া বাকি। তার পরেই সব ফুরিয়ে যাবে। ইচ্ছুক ক্রেতাদের দেরি না করে দ্রুত খাটিয়া বুকিং করার উপদেশও দিয়েছেন বিক্রেতারা।