মায়ের বিরুদ্ধে পুলিশ আন্টির দ্বারস্থ একরত্তি
মায়ের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ একরত্তি। তিন বছরের এক শিশুর মায়ের বিরুদ্ধে অভিযোগের ভিডিয়ো রাতারাতি ভাইরাল সোশাল মিডিয়ায়। তার অভিযোগ, মা তাকে চকোলেট খেতে নিষেধ করেছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, মায়ের বিরুদ্ধে চকলেট খেতে না দেওয়ার অভিযোগ করছে সে। আর এই অপরাধে, মা-কে জেলবন্দি করারও আর্জি জানাচ্ছে শিশুটি। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বুরহানপুর জেলার দেধতালাই গ্রামে। নিষ্পাপ এই শিশুর কিউটনেসে মজেছে নেটপাড়া।
পুলিশ জানিয়েছে, কয়েকদিন আগে মায়ের বিরুদ্ধে অভিযোগ জানাতে বাবাকে নিয়ে সটান থানায় হাজির হয় খুদে। সরাসরি কর্তব্যরত এক মহিলা কনস্টেবলের কাছে তার অভিযোগ, মা তাকে কিছুতেই চকোলেট খেতে দিচ্ছে না। মায়ের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেয় সে। সোশাল মিডিয়ায় ভাইরাল হয় খুদের সেই ভিডিয়োটি। দেখা যায়, এক মহিলা পুলিশ কর্মীকে সে বলছে, মাকে যেন জেলে পুরে দেওয়া হয়। অভিযোগের তালিকা এখানেই শেষ নয়। ক্যান্ডি বা চকলোট চাইলে, মা তাকে মারধর করে বলেও অভিযোগ খুদের।
মায়ের বিরুদ্ধে শিশুর এ হেন অভিযোগ শুনে থানায় উপস্থিত অন্যান্য পুলিশ কর্মীরা হাসিতে ফেটে পড়েন। সাব ইনস্পেকটর প্রিয়াঙ্কা নায়েক বলেন, "মায়ের আসল উদ্দেশ্য নিয়ে খুদেকে বোঝানো হয়। মা তার ভালোর জন্যই চকলেট খেতে দেয়নি বলে বুঝিয়েছি আমরা। শিশুটিও মনোযোগ সহকারে সেটি শোনে। তারপর বাধ্য শিশুটি বাবার হাত ধরে বাড়ি ফিরে যায়।" মাকে জেলে পুরে দেওয়ার আবদার নিয়ে একরত্তি শিশুর এই ভিডিয়ো মন কেড়েছে নেটিজেনদের।