You will be redirected to an external website

১০ সিটের ই-বাইক হার মানাবে একটি চারচাকা গাড়িকেও !

১০-সিটের-ই-বাইক-হার-মানাবে-একটি-চারচাকা-গাড়িকেও-!

দুর্গাপুরের পেশায় ফুল ডেকরেটর্সের অভিনব আবিষ্কার । সংগৃহীত ছবি

এই বাইক দেখলে বাইকের চির পরিচিত ছবিটাই বদলে যাবে আপনার চোখের সামনে। হয়তো এই বাইক দেখলে চার চাকা কেনার চিন্তাভাবনাও মন থেকে দূর হয়ে যেতে পারে। কারণ একজন, দুজন বা তিনজন নয়, এই বাইক বহন করতে পারে একসঙ্গে ১০ জনকে। শুধু তাই নয়। এই বাইক চলবে ব্যাটারিতে। তাও আবার একবার চার্জ দিলে চলতে পারে ১০০ কিলোমিটার। যে বাইক বর্তমানে দুর্গাপুরের দু নম্বর জাতীয় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে।

দুর্গাপুরের গোপালমাঠ এলাকার বাসিন্দা ছোটন ঘোষ। ছোট থেকেই তার এই যন্ত্রাংশ নিয়ে খেলা অত্যন্ত প্রিয়। সেই যুবক ছোটন ঘোষ বানিয়ে ফেলেছেন দশ জন বহনকারী এই বাইক। যে বাইক চলবে ব্যাটারিতে।

মনুর ব্রেন চাইল্ড এই বাইক। পেশায় ফুলের ডেকরেটর তিনি। সকলের সহযোগিতায় গড়ে তোলেন এই অত্যাশ্চার্য বাইকটি। তাঁর দাবি, পেট্রোল চালিত যানবাহনের বিকল্প হিসেবে এই দশ যাত্রীর বাইক শীঘ্রই সাড়া জাগাতে চলেছে বাজারে। ইতিমধ্যেই গোপাল মাঠের দুবচুরিয়া গ্রামের বাসিন্দা ছোটন ঘোষ দু নম্বর জাতীয় সড়কে এই বাইক চালিয়ে রীতিমত তাক লাগিয়ে দিয়েছে। বন্ধু ও আত্মীয়দের পরামর্শ শুনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন তিনি। সেই আর্জি অনুমোদন পেলে বদলে যাবে গণপরিবহনের দুনিয়া।

AUTHOR :Rita Ghosh

গাড়ি-থেকে-নামলেন,-হেঁটে-গেলেন,-রাস্তা-আটকে-রাখা-বিশাল-সাপ-খালি-হাতে-সরিয়েও-দিলেন! Read Previous

গাড়ি থেকে নামলেন, হেঁটে ...

এটিই-বিশ্বের-সবচেয়ে-দামি-সবজি-যার-মূল্য-প্রতি-কেজি-প্রায়-৮৫-হাজার-টাকা Read Next

এটিই বিশ্বের সবচেয়ে দা...