You will be redirected to an external website

প্রকৃতির অন্য রূপ দার্জিলিঙে,সান্দাকফুতে মরসুমের প্রথম তুষারপাত

প্রকৃতির-অন্য-রূপ-দার্জিলিঙে,সান্দাকফুতে-মরসুমের-প্রথম-তুষারপাত

সান্দাকফুতে মরসুমের প্রথম তুষারপাত

দক্ষিণের প্রায় সব জেলা এবং উত্তরের কিছু অংশে চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। তার প্রভাবেই বছরের প্রথম তুষারপাত দার্জিলিং জেলার সান্দাকফুতে। কমেছে তাপমাত্রা। পর্যটকদের কাছে উপরি পাওনা। তারা চুটিয়ে উপভোগ করছেন তুষারপাত।

ডিসেম্বরের শুরুতেও শীতের পরশ মেলেনি বঙ্গে। শুধু দক্ষিণ নয়, উত্তরেও খুব একটা জাঁকিয়ে বসতে পারেনি শীত। এর মধ্যে বড় দিনের আগে আবহাওয়ার হঠাৎই পরিবর্তন। বৃহস্পতিবার সকাল থেকেই উত্তরের বেশ কিছু অংশের আকাশ ছিল মেঘলা। দুপুরের পর থেকে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলেও তা থেমে যায়। বিকেলের পর থেকে দার্জিলিং জেলার সান্দাকফু-সহ চন্দ্রু হ্রদে তুষারপাত শুরু হয়। সেই সঙ্গে নামতে শুরু করে পারদ। দেখতে দেখতে বাড়ির চাল, মাঠ, রাস্তা ঢেকে যায় বরফে। 

অন্যদিকে, দার্জিলিং, কার্শিয়াং-সহ বিভিন্ন এলাকায় শুরু হয়েছে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত। বইছে ঠান্ডা হাওয়া। মঙ্গলবার দুপুরে অন্ধ্র উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মিগজাউম। তার প্রভাবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে কলকাতা-সহ আশপাশের জেলায় আকাশ মেঘলা। বুধবার শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। বৃহস্পতিবার তা আরও একটু বেড়েছে। নেমেছে তাপমাত্রার পারদ। সর্বনিম্ন তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস কমেছে। দক্ষিণের পাশাপাশি বৃষ্টি শুরু হয়েছে উত্তরের কিছু অংশেও। 

AUTHOR :RIMA

গাড়ি-থেকে-নামলেন,-হেঁটে-গেলেন,-রাস্তা-আটকে-রাখা-বিশাল-সাপ-খালি-হাতে-সরিয়েও-দিলেন! Read Previous

গাড়ি থেকে নামলেন, হেঁটে ...

ভুল-করে-সোশাল-মিডিয়ায়-QR-কোড-পোস্ট,-তরুণীর-রেস্তরাঁর-বিল-এল-৫০-লাখ! Read Next

ভুল করে সোশাল মিডিয়ায় QR ক�...

Related News