You will be redirected to an external website

এবার ফুচকার চপ তৈরি হল কলকাতায়,সেই ফুচকার চপ নেটিজে়নদের নজর কেড়েছে

এবার-ফুচকার-চপ-তৈরি-হল-কলকাতায়,সেই-ফুচকার-চপ-নেটিজে়নদের-নজর-কেড়েছে

ফুচকার চপ নেটিজে়নদের নজর কেড়েছে

ধোসার সঙ্গে চকোলেট, ম্যাগির সঙ্গে ওরিও বিস্কুট, গন্ধরাজ ফুচকা, ফুচকার জলে থাম্বস আপ- এমনই কতসব আইটেম আমাদের নজরে এসেছে। ফুচকা নিয়ে বাঙালির আলাদা একটা উন্মাদনা রয়েছে। সারা ভারতে যা পানিপুরি, তাই বাংলায় ফুচকা। এহেন ফুচকা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বানানো হয়। কোথাও দই ফুচকা তৈরি হয় তো কোথাও আবার ঘুগনি ফুচকা। এবার ফুচকা নিয়ে এক অবাক করা আইটেমের ভিডিয়ো ভাইরাল হয়েছে। আইটেমের নাম ফুচকার চপ।

কলকাতার সল্টলেক এলাকার কোনও একটি দোকানে সেই ফুচকার চপ তৈরি করা হয়। শুভময় নামের এক ফুড ব্লগার ফুচকার চপ প্রস্তুতির ভিডিয়োটি তৈরি করেছেন। একথা অস্বীকার করার উপায় নেই যে, এই আইটেম একদম নতুন। নতুনত্বের মিশেলে তৈরি সেই ফুচকার চপ নেটিজে়নদের নজর কেড়েছে।

ভিডিয়োতে দেখা গেল, এক মহিলা ছোট্ট ছোট্ট করে কাটা কিছু সবজির সঙ্গে ম্যাশ করা আলু মিশিয়ে নিচ্ছেন। তাতে কিছু মশলা, নুন, চিনি এবং তেঁতুলের জলও দিয়ে দিলেন তিনি। যতটা সম্ভব সেই মিশ্রণটা শুকনো করে রেখে আস্তে আস্তে তার পুর তৈরি করে এক-এক করে ভরে দেওয়া হল ফুচকার ভিতরে। সেই ফুচকাই বেসনের মিশ্রণে ডুবিয়ে নিয়ে ছাঁকা তেলে ভাজা হয়। ব্যস! তৈরি ফুচকার চপ।

AUTHOR :RIMA

গাড়ি-থেকে-নামলেন,-হেঁটে-গেলেন,-রাস্তা-আটকে-রাখা-বিশাল-সাপ-খালি-হাতে-সরিয়েও-দিলেন! Read Previous

গাড়ি থেকে নামলেন, হেঁটে ...

McDonald’s-Burger:-বার্গারে-কামড়-বসাতেই-মিলল-মরা-ইঁদুর!-কত-টাকার-জরিমানা-দিতে-হল-সংস্থাকে? Read Next

McDonald’s Burger: বার্গারে কামড় ব...

Related News