You will be redirected to an external website

টক-ঝাল দিয়ে বানানো, তারিয়ে তারিয়ে একের পর এক ফুচকা খাচ্ছে হাতি! ভিডিয়ো ভাইরাল

টক-ঝাল-দিয়ে-বানানো,-তারিয়ে-তারিয়ে-একের-পর-এক-ফুচকা-খাচ্ছে-হাতি!-ভিডিয়ো-ভাইরাল

ফুচকা খেতে ব্যস্ত গজরাজ

পথের ধারে ফুচকার দোকান। সেখানে ফুচকা খেতে ভিড় জমেছে মানুষের। ব্যস্ত দোকানি ক্রেতার চাপ সামলাতে রীতিমতো হিমসিম খাচ্ছেন। এর মধ্যে হঠাৎ সেখানে হাজির মস্ত এক হাতি। সে-ও নাকি ফুচকা খেতে চায়। অবাক কাণ্ডই বটে! অগত্যা দোকানি ফুচকা বানিয়ে হাতির মুখে তুলে দেন। মনভরে গজরাজ খাচ্ছে টক-ঝাল ফুচকা।

হাতির ফুচকা খাওয়ার ঘটনাটি ঘটেছে অসমের তেজপুরে। সমাজমাধ্যমে এ ঘটনার ছোট ছোট কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এর মধ্যে একটিতে দেখা যাচ্ছে, রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করেই ফুচকার দোকানের পাশে দাঁড়িয়ে পড়ে হাতিটি। ফুচকাওয়ালা একটি করে ফুচকা বানিয়ে তুলে ধরছেন হাতির শুঁড়ের কাছে। হাতিটি সেই ফুচকা গপগপ করে মুখে তুলছে। এ ভাবে একের পর এক ফুচকা খেয়ে ফেলছে।

AUTHOR :RIMA

গাড়ি-থেকে-নামলেন,-হেঁটে-গেলেন,-রাস্তা-আটকে-রাখা-বিশাল-সাপ-খালি-হাতে-সরিয়েও-দিলেন! Read Previous

গাড়ি থেকে নামলেন, হেঁটে ...

ফ্রিজ-খুলে-চকোলেট-বের-করছে-আদরের-সারমেয়!-দেখে-মালিক-যা-করলেন Read Next

ফ্রিজ খুলে চকোলেট বের ক...