দেবী এখানে করুণাময়ী কালী রূপে পূজিতা
আদি গঙ্গার পাড়ে প্রায় কয়েকশো বছর আগে তৈরি হয়েছিল এই মন্দির। দক্ষিণ ২৪ পরগনা জেলার মন্দির বাজার থানা এলাকায় দক্ষিণ বিষ্ণুপুর অঞ্চলে রয়েছে এক প্রাচীন শ্মশান। শোনা যায়, এক সময়ে সেখানে সাধনা করতে আসতেন বহু সন্ন্যাসী বা তান্ত্রিক। এক সময় হত শব সাধনাও। লোকমুখে শোনা যায়, রাত হলেই নাকি এ তল্লাটে ঘুরে বেড়ায় অপঘাতে মৃত ব্যক্তিদের আত্মা।
এখানেই প্রায় ১০৯ বছর আগে দেবীর পূজা শুরু করেন তান্ত্রিক মণিলাল চক্রবর্তী। তন্ত্র মতে ১০৮টি নরমুণ্ড দিয়ে শুরু করেন মা কালীর আরাধনা। দেবী এখানে করুণাময়ী কালী রূপে পূজিতা। অতীতের টালির চালের মন্দির এখন পাকা বাড়ি।