You will be redirected to an external website

এক বছরে খেয়েছেন ৬২টি চামচ, অপারেশন করতেই চোখ কপালে চিকিৎসকদের!

এক-বছরে-খেয়েছেন-৬২টি-চামচ,-অপারেশন-করতেই-চোখ-কপালে-চিকিৎসকদের!

এক বছরে খেয়েছেন ৬২টি চামচ

প্রায়ই নানা অদ্ভূত ঘটনার সাক্ষী থাকতে হয় চিকিৎসকদের। এবার ফের একবার আরও একটি চমকপ্রদ ঘটনার সাক্ষী থাকলেন উত্তরপ্রদেশের মুজাফফরনগরের চিকিৎসকেরা। ওই জেলার এক হাসপাতালে অপারেশনের পর এক রোগীর পেট থেকে বেরোল 62টি চামচ। যা দেখে কার্যত চোখ ছানাবড়া চিকিৎসকের। জানা গিয়েছে অপারেশনের পর আপাতত বিজয় নামের ওই ব্যক্তিকে ICU-তে রাখা হয়েছে।

রাকেশ খুরানা নামে যে চিকিৎসক অপারেশন করেছিলেন, তাঁর বক্তব্য ওই রোগী এক বছর ধরে প্রায় 62টি স্টিলের চামচ খেয়েছেন। চিকিৎসক রাকেশ খুরানা এ প্রসঙ্গে জানিয়েছেন, রোগীকে যখন এ প্রসঙ্গে প্রশ্ন করা হয়, তখন তিনি বলেন, নিজে থেকেই এই চামচগুলি খেয়েছেন তিনি।

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই পেটের যন্ত্রণায় ভুগছিলেন ওই যুবক। পরে অবস্থা বেশি বিগড়োলে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থা আশঙ্কাজনক দেখে বিজয়কে ভর্তি করে নেন চিকিৎসক। চিকিৎসকেরা বুঝতে পারেন তাঁর পেটের মধ্যে কিছু একটা থাকাতেই বেঁধেছে যত গণ্ডগোল। এরপরেই অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। অস্ত্রোপচারের পরেই পেট থেকে বের হয় 62টি চামচ। চিকিৎসকেরা জানিয়েছে এই অপারেশন করতে প্রায় 2 ঘণ্টা সময় লেগেছে। কী ভাবে বড় বড় চামচ খাওয়া যায়, তা ভেবেও হতবাক চিকিৎসেকরা।

যদিও একটি সূত্রের খবর, বিজয়ের পরিবারের তরফে দাবি করা হচ্ছে, মাদক মুক্ত কেন্দ্রে ই যুবককে জোর করেই চামচ খাওয়ানো হয়েছে। অভিযোগ, বিজয় প্রায় এক মাস ধরে মাদক মুক্ত কেন্দ্রে চিকিৎসাধীন ছিল। এরপরেই অবস্থা খারাপ হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। যদিও পরিবারের তরফে কোনও অভিযোগ করার কথা জানানো হয়নি।

এমন ঘটনা ভাইরাল হতে সময় লাগেনি। লোকের মুখে মুখেই এই খবর চাউর হতে শুরু করেছে। কেন ওই যুবক চামচ খাওয়া শুরু করলেন, তা অনেকের কাছেই আশ্চর্যের বিষয়। অপারেশন টেবিল থেকে তোলা চামচের ছবিও এখন ভাইরাল।

AUTHOR :RIMA

গাড়ি-থেকে-নামলেন,-হেঁটে-গেলেন,-রাস্তা-আটকে-রাখা-বিশাল-সাপ-খালি-হাতে-সরিয়েও-দিলেন! Read Previous

গাড়ি থেকে নামলেন, হেঁটে ...

জলপাইগুড়ির-তৃণমূল-নেতার-পুজোয়-হুলস্থূল,-প্রতিমার-পায়ের-তলায়-ঘুরছিল-বিষধর-ব্যান্ডেড-ক্রেট Read Next

জলপাইগুড়ির তৃণমূল নেতার...