You will be redirected to an external website

প্রভুর কাছে ফিরতে অভুক্ত অবস্থাতেই ৬৪ কিলোমিটার দুর্গম পথ হাঁটল সারমেয়

প্রভুর-কাছে-ফিরতে-অভুক্ত-অবস্থাতেই-৬৪-কিলোমিটার-দুর্গম-পথ-হাঁটল-সারমেয়

৬৪ কিলোমিটার রাস্তা পেরিয়ে ফিরে গেল প্রভুর কাছে

মানুষের সঙ্গে কুকুরের প্রভু-পোষ্য সম্পর্কটা নিছকই ওই নির্দিষ্ট সমীকরণে বাঁধা পড়ে থাকেনি। কুকুর সবসময়েই হয়ে উঠেছে মানুষের পরম বন্ধু, আশ্রয়। আবারও তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সুদূর আয়ারল্যান্ডের  সারমেয় কুপার। একসময় প্রভু তাকে ছেড়ে দিয়েছিল। পাঠিয়ে দিয়েছিল অনেক অনেক দূরে। কিন্তু নতুন জায়গায় পৌঁছনো মাত্রই কুপার উলটোপথে হাঁটা দিল। খাবার-জল ছাড়া প্রায় ৬৪ কিলোমিটার রাস্তা পেরিয়ে ফিরে গেল প্রভুর কাছে।

ঘটনা ঠিক কী? কুপার নামে এক গোল্ডেন রিট্রিভারকে খানিকটা বাধ্য হয়েই ছেড়ে দিয়েছিলেন তার প্রভুরা। কাউন্টি লন্ডনডেরি থেকে পাঠিয়ে দেওয়া হয়েছিল কাউন্টি টাইরোন এলাকায়। কিন্তু গাড়ি চড়ে দীর্ঘ পথ পেরিয়ে নতুন বাড়িতে পৌঁছনোমাত্রই সোজা পালিয়ে যায় কুপার। খোঁজ খোঁজ করেও অনেকদিন খোঁজ মেলেনি। সকলেই অবাক এই ভেবে যে কুকুরটা গেল কোথায়? কেউ ভাবতেও পারেননি তার গন্তব্য কোথায় হতে পারে।

অথচ কুপার করে ফেলল তেমন অসম্ভব কাজই। খাবার নেই, জল নেই, বিশ্রাম নেই। সব ভুলে শুধু হাঁটা ছিল তার সঙ্গী। জঙ্গল, রাস্তা সব পেরিয়ে সে পৌঁছে গেল নিজের প্রভুর কাছে। প্রায় ৪০ মাইল কিংবা ৬৪ কিলোমিটার রাস্তা অক্লান্তভাবে হেঁটেছে কুপার। সারমেয়দের নিয়ে কাজ করে, এমন এক স্থানীয় সংস্থার তরফে জানানো হয়েছে, কুপার খুবই বুদ্ধিমান। ওর সেই শক্তিই ওকে এই কাজ করিয়েছে। কীভাবে করল, বোঝা যাচ্ছে না। কোনও খাবার, জল নেই, এমনকী একটু বিশ্রাম নেওয়ারও জায়গা নেই। নিজের তীব্র ঘ্রাণশক্তি আর মনের জোরে সে শুধুই হেঁটেছে এক মাস ধরে। আর ফিরেও এসেছে নিজের পুরনো ঠিকানায়।

AUTHOR :RIMA

গাড়ি-থেকে-নামলেন,-হেঁটে-গেলেন,-রাস্তা-আটকে-রাখা-বিশাল-সাপ-খালি-হাতে-সরিয়েও-দিলেন! Read Previous

গাড়ি থেকে নামলেন, হেঁটে ...

রাস্তার-মধ্যিখানে-বসে-জল-খাচ্ছে-বাঘ,-প্রকাশ্যে-সেই-ভিডিয়ো Read Next

রাস্তার মধ্যিখানে বসে জ...