চা, রসগোল্লা দুটো একসঙ্গে
বেশিরভাগ মানুষেই সকালে ঘুম থেকে উঠে চায়ের কাপে চুমুক দিয়ে দিনটা শুরু করেন। সে আদা চা হোক বা এলাচ দেওয়া, এক কাপ ধোঁয়া ওঠা চা হলেই যেন শান্তি। তারপরে তো সারাদিনে কাজের চাপে আরও কয়েকবার চা খেয়ে ফেলেন অনেকেই। কেউ একেবারেই চিনি ছাড়া, আবার কারও কথায় চিনি ছাড়া আবার চা হয় নাকি? একটু চিনি লাগেই। কিন্তু এই বেশি মিষ্টির আশায় যদি গোটা একটি রসগোল্লা চায়ে ডুবিয়ে খেতে দেওয়া হয়, ব্যপারটা কেমন হবে? শুনেই চোখ কপালে উঠে গেল তো? ভাবছেন, এমন আবার হয় নাকি। আপনি শুনলে অবাক হবেন, এমনই হচ্ছে একটি দোকানে। আর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
অনেক সময়েই তো মশলা, এলাচ, গুড় বা লেবু দিয়ে চা খেয়েছেন। কিন্তু চায়ে চুমুক দিতেই রসগোল্লা খেতে পেয়েছেন? ভিডিয়োয় দেখা যাচ্ছে, গুজরাটের আহমেদাবাদের একটি দোকানে প্রথমে মাটির ভাঁড় নেওয়া হল। তারপরে তাতে রসগোল্লা দেওয়া হল। আর তারপরেই ফুটন্ত চা নিয়ে সেই মাটির ভাঁড়ে দেওয়া হল। আর এক ব্যক্তি সেই মাটির ভাঁড়টি হাতে নিতেই চামচ দিয়ে রসগোল্লাটি তুলে ধররেই তার রং-ও পাল্টে গিয়েছে। চিনি বেশি দিয়ে যারা চা খান, তারা একবার এই চা খেয়ে দেখতেই পারেন।
এই ভাইরাল ভিডিয়োটি @GabbbarSingh নামের একটি টুইটার হ্যান্ডেল থেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত ভিডিয়োটি 20 হাজারেরও বেশি ভিউ হয়েছে। আর অসংখ্য় মানুষ এটি লাইকও করেছেন। এই চায়ের রেসিপি অনেকে পছন্দ করেছেন, আবার অনেকই তা একেবারেই পছন্দ করেননি।