You will be redirected to an external website

১২ কেজির ‘বাহুবলী’ শিঙাড়া,সাবাড় করতে হবে আধ ঘণ্টায়,জিতলে পকেটে ৭১ হাজার!

১২-কেজির-‘বাহুবলী’-শিঙাড়া,সাবাড়-করতে-হবে-আধ-ঘণ্টায়,জিতলে-পকেটে-৭১-হাজার!

আধ ঘণ্টায় সাবাড় করতে হবে ১২ কেজির ‘বাহুবলী’ শিঙাড়া

সময় পাবেন আধ ঘণ্টা। তার মধ্যে সাবাড় করতে হবে মোটে একটি শিঙাড়া। তবে সেই ‘বাহুবলী’ শিঙাড়ার ওজন ১২ কেজি! ৩০ মিনিটের মধ্যে তা চেটেপুটে সাফ করলে তবেই পকেটে ঢুকবে ৭১ হাজার টাকা। এমন চ্যালেঞ্জ ছুড়েছেন উত্তরপ্রদেশের মিরাটের এক মিষ্টি ব্যবসায়ী। 

মিরাটের লালকুর্তি এলাকায় মিষ্টির দোকান রয়েছে শুভম কৌশলের। তিন প্রজন্ম ধরেই মিষ্টি তৈরি করছেন তাঁরা। হরেক মিঠাইয়ের সঙ্গে সে দোকানে কচুরি, শিঙাড়াও পাওয়া যায়। তবে শুভম জানিয়েছেন, এ যে-সে শিঙাড়া নয়। নামের মতোই ওজনেও ‘বাহুবলী’। এ শিঙাড়ার পুরের ওজনই ৭ কেজি। 

স্বাভাবিক ভাবেই এ শিঙাড়ার দামও কম নয়। একটি ‘বাহুবলী’ শিঙাড়ার জন্য দেড় হাজার টাকা খসাতে হবে। তবে শুভমের দাবি, কেক নয়, আজকাল জন্মদিনের অনুষ্ঠানে ১২ কেজির ‘বাহুবলী’ শিঙাড়া কাটছেন মিরাটবাসী! তবে তাঁর চ্যালেঞ্জ, আধ ঘণ্টায় ‘বাহুবলী’ শিঙাড়া সাবাড় করলেই পেয়ে যাবেন ৭১ হাজার টাকা। তাঁর কথায়, ‘‘সমাজমাধ্যমে তো বটেই, খাদ্যরসিকদেরও নজর কেড়েছে আমাদের ‘বাহুবলী’ শিঙাড়া। এলাকার লোকজন ছাড়া অন্য রাজ্য থেকেও এর অর্ডার আসছে।’’ 

AUTHOR :RIMA

গাড়ি-থেকে-নামলেন,-হেঁটে-গেলেন,-রাস্তা-আটকে-রাখা-বিশাল-সাপ-খালি-হাতে-সরিয়েও-দিলেন! Read Previous

গাড়ি থেকে নামলেন, হেঁটে ...

Read Next

Ambubachi: প্রকৃতির ঋতুকাল,অম্...