You will be redirected to an external website

নিমেষে বদলে অটোর রূপ! ঝট করে রাজরাদের গাড়ি মনে হয়,ই অটোয় চাপতে চান?

নিমেষে-বদলে-অটোর-রূপ!-ঝট-করে-রাজরাদের-গাড়ি-মনে-হয়,ই-অটোয়-চাপতে-চান?

ঝট করে রাজরাদের গাড়ি মনে হয়

কে বলবে এটি অটো রিক্শা! রঙে-ঢঙে কোনও দিক দিয়েই নয়। বরং অটো বলতে একটু বাধো বাধোই লাগবে। মিষ্টি গোলাপি রং, ভ্যানিলা ক্রিম রঙের বসার জায়গা। গায়ে হরেক কারুকাজ করা এই অটোর হুডও খোলা যায় স্টাইলে। অনেকটা বিলাসবহুল রোলস রয়েস গাড়ির কনভার্টিবল এর মতোই ধাপে ধাপে গাড়ির কাপড়ের ছাদ পাটপাট হয়ে বন্ধ হয়ে যায়। নিমেষে বদলে অটোর রূপ। ঝট করে রাজরাদের গাড়ি মনে হয়।

এমন অটোর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। অটোরিকশা কেরালা নামে একটি অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে ভিডিয়োটি। এই অ্যাকাউন্টটি অটোর বিভিন্ন রকম মডেলের ছবি পোস্ট করে। তবে এই ভিডিয়োটি বিপুল জনপ্রিয়তা পেয়েছে। ইতিমধ্যেই লক্ষাধিকবার দেখা হয়ে গিয়েছে।

ভিডিয়োটি কেরলেরই। তা দেখে নেটাগরিকদের অনেকেই বিলাসবহুল গাড়ি রোলস রয়েসের সঙ্গে তুলনা করেছেন অটোটির। কেউ আবার লিখেছেন, এ হল অটো রিকশার দুনিয়ার রোলস রয়েস।

AUTHOR :RIMA

গাড়ি-থেকে-নামলেন,-হেঁটে-গেলেন,-রাস্তা-আটকে-রাখা-বিশাল-সাপ-খালি-হাতে-সরিয়েও-দিলেন! Read Previous

গাড়ি থেকে নামলেন, হেঁটে ...

এই-পুকুরে-ডুব-দিলেই-রোগা-শরীর-হয়-মোটা--এমনকি-নানা-রোগমুক্তিও-ঘটে-! Read Next

এই পুকুরে ডুব দিলেই রোগা ...