You will be redirected to an external website

ময়ূরাক্ষীর পাড়ে পুজো হওয়া কালীর গায়ের রং ধপধপে সাদা,এই শ্বেতকালীর পুজো হয় জ্বালাতন সাধুর হাতে

ময়ূরাক্ষীর-পাড়ে-পুজো-হওয়া-কালীর-গায়ের-রং-ধপধপে-সাদা,এই-শ্বেতকালীর-পুজো-হয়-জ্বালাতন-সাধুর-হাতে

কালীর গায়ের রং ধপধপে সাদা

বীরভূম জেলার সিউড়ি শহর থেকে ৫ কিলোমিটার দূরে অজয়পুর গ্রামে ময়ূরাক্ষী নদীর পাড়ে এই পুজো হয়। বহু দিন আগে এই অজয়পুরের পাশেই ব্রজরপুর নামে এক গ্রাম ছিল। ১৯৭৮ সালের বন্যায় এই গ্রাম ভেসে যায় এবং গ্রামবাসীরা অজয়পুর গ্রামে আশ্রয় নেয়।

এই ব্রজরপুর গ্রামে জ্বালাতন সাধু নামে এক সাধু থাকতেন। তিনিই নাকি এই পুজোর সূচনা করেন। শুধু কালীর বর্ণই যে আলাদা, তা নয়। পুজোর তিথি সম্পর্কে শুনলেও অবাক হবেন আপনি। অমাবস্যা নয়, অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে এই কালীপুজো হয়।

শোনা যায়, অমাবস্যার রাতে অন্ধকারে প্রদীপের আলোয় ঠিক ভাবে পুজো করা যেত না। তাই জ্বালাতন সাধু পূর্ণিমা তিথিতে এই পুজোর প্রচলন করেন। মৃত্যুর আগে সাধু এই পুজোর ভার দিয়ে যান অজয়পুরের হৃষিকেশ মাহারাকে। তার পর থেকে তাঁরই বংশধর এই পুজো করে আসছেন। বর্তমানে মহেশ্বর মাহারা এই পুজো করেন। এই পুজো নিয়ে এলাকায় উৎসাহ চোখে পড়ার মতো। পুজোর দিনে ভিড় উপচে পড়ে এখানে।

AUTHOR :RIMA

গাড়ি-থেকে-নামলেন,-হেঁটে-গেলেন,-রাস্তা-আটকে-রাখা-বিশাল-সাপ-খালি-হাতে-সরিয়েও-দিলেন! Read Previous

গাড়ি থেকে নামলেন, হেঁটে ...

সুইগিতে-চাকরি-পেয়েছে-বাবা,-মেয়ের-খুশিতে-চোখে-জল-নেটিজেনদের Read Next

সুইগিতে চাকরি পেয়েছে বা�...

Related News