You will be redirected to an external website

24 ক্যারাট সোনায় তৈরি কুলফি, দাম শুনলে ভিরমি খাবেন!

24-ক্যারাট-সোনায়-তৈরি-কুলফি,-দাম-শুনলে-ভিরমি-খাবেন!-

24 ক্যারাট সোনায় তৈরি কুলফি

পাড়ার মোড়ে চেনা কুলফিওয়ালা হোক কিংবা কোনো রেস্তোরাঁয় বসে আয়েশ করে বিভিন্ন স্বাদের কুলফির দিকে চোখ টানে সকলেরই। সাধারণ দুধের কুলফি থেকে শুরু করে পেস্তা, আম কিংবা বাদাম সহ রয়েছে বিভিন্ন স্বাদের কুলফি। কিন্তু আপনি কি কখনও সোনার কুলফির কথা শুনেছেন? কিংবা চেখে দেখেছেন? হ্যাঁ, ঠিকই পড়ছেন। শুনলে হয়েতো মনে হতে পারে এমন কুলফি আবার খাওয়া যায় নাকি! অবশ্যই খেতে পারবেন। তবে তার জন্য আপনার খানিকটা বেশি পকেট থেকে খসবে। সম্প্রতি সেই সোনার কুলফির হদিশ মিলেছে সোশ্যাল মিডিয়ায়। আর সেই ভিডিয়ো দেখে থ হয়ে গিয়েছেন অনেকেই।

বিভিন্ন ফ্লেভারের কুলফি পাওয়া যায় অনেক জায়গাতেই। কিন্তু সোনার কুলফির সন্ধান কয়জনই বা জানেন! তবে অনেকেই কিন্তু ইতিমধ্যে খোঁজ পেয়ে গিয়েছে সেই সোনার কুলফি। এমনকী রীতিমতো লাইনও পড়ে যায় সেই অভিনব কুলফি খাওয়ার। আর লাইন হবে নাই বা কেন! কারণ সেটি যে বিশ্বের সবচেয়ে দামি কুলফি।

ইন্দোরের একটি দোকানেই 24 ক্য়ারেট সোনার তৈরি কুলফি পাওয়া যায়। ঠিক কীভাবে তৈরি হয় ? আর পাঁচটা সাধারণ কুলফির মতোই তৈরি হওয়ার পর শেষে সেই অনন্য কুলফিতে 24-ক্যারেট সোনার একটি পাতলা আস্তরন দেওয়া হয়। যার দাম ধরা হয়েছে 351 টাকা। আর সোনার কুলফির দোকানের সন্ধান দেওয়ার পাশাপাশি সেটি তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া ক্যামেরাবন্দি করেছেন কলশ সোনি নামে এক ফুড ব্লগার।

AUTHOR :RIMA

গাড়ি-থেকে-নামলেন,-হেঁটে-গেলেন,-রাস্তা-আটকে-রাখা-বিশাল-সাপ-খালি-হাতে-সরিয়েও-দিলেন! Read Previous

গাড়ি থেকে নামলেন, হেঁটে ...

কলা-দিয়ে-তৈরি-হচ্ছে-পিৎজা,ভিডিয়ো-দেখে-খাওয়া-ভুলল-ইন্টারনেট Read Next

কলা দিয়ে তৈরি হচ্ছে পিৎজ...