You will be redirected to an external website

ভাইরাল ম্যাঙ্গো ম্যাগির ভিডিয়ো! হতবাক নেটদুনিয়া

ভাইরাল-ম্যাঙ্গো-ম্যাগির-ভিডিয়ো!-হতবাক-নেটদুনিয়া

আম দিয়ে রান্না করা ম্যাগি

Viral Video আম দিয়ে রান্না করা ম্যাগির। সম্প্রতি এমনই একটি খাবার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ম্যাগি সকলের কাছেই খুব প্রিয় একটি খাবার। অন্যদিকে আম বড় ছোট সকলের কাছেই খুবই প্রিয়। এমন ধরনের দুটি জিনিস দিয়ে তৈরি করা হয়েছে এক নতুন আমের ম্যাগি। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে ওই নতুন খাবার। নেটিজেনরা অবাক এই ধরনের খাবার দেখে।

সম্প্রতি এমনই এক নতুন খাবার নিয়ে তোলপাড় নেটদুনিয়া। আমের সঙ্গে ম্যাগির সংমিশ্রণ অবাক করেছে সকলকে। কারণ, এই দুটিই অত্যন্ত জনপ্রিয় খাওয়ার। ম্যাগি (Maggi) খুদে থেকে বড় সকলের কাছেই খুবই প্রিয়। অন্যদিকে আমও (Mango) সকলের কাছে খুবই জনপ্রিয়। এমন দুটি জনপ্রিয় খাবার একসঙ্গে মিশিয়ে তৈরি করা হয়েছে নতুন খাবার আমের ম্যাগি। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে আমের ম্যাগির ভিডিয়ো।

সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ভিডিয়ো ভাইরাল হলেও, এমন ভিডিয়ো সচরাচর দেখা যায় না। একজন বয়স্ক মহিলা এমন কায়দা করে মোবাইল চুরি করে যে, কেউ কিছু বুঝতেই পারে না। ওই বয়স্ক মহিলা দোকানের ভেতর প্রবেশ করেন এবং কয়েক মিনিটের মধ্যেই পাশের মহিলার মোবাইল চুরি করে দোকান থেকে চলে যান। বয়স্ক মহিলার কান্ড সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই আমের ম্যাগির ভিডিয়ো শেয়ার করা হয়েছে ইন্সটাগ্রামে। ইন্সটাগ্রামে thegreatindianfoodie নামের একটি প্রোফাইল থেকে শেয়ার করা হয়েছে আমের ম্যাগির ভাইরাল ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে ম্যাগি রান্না করা হচ্ছে আম দিয়ে। ম্যাগির মধ্যে দেওয়া হয় আমের তরল মিশ্রণ। একই সঙ্গে সেই ম্যাগিতে দেওয়া হয় আমের টুকরো। নেটিজেনদেরও অবাক করেছে আমের ম্যাগির ওই ভাইরাল ভিডিয়ো।

বর্তমানে সোশ্যাল মিডিয়া সাইটে বিভিন্ন ধরনের ফুডের চ্যানেল রয়েছে। সেখানে ফুড ব্লগাররা নিজেদের মত করে বিভিন্ন ধরনের খাবারের ভিডিয়ো পোস্ট করে থাকে। তাঁর মধ্যে বেশ কিছু ভিডিয়ো নেটিজেনদের পছন্দ হলেও, অনেক ফুডের ভিডিয়ো তাদের পছন্দ হয় না। সম্প্রতি আবার ফিউশন খাবারের প্রচলন বেড়ে গিয়েছে। এর ফলে সকলেই নতুন কিছু করার চেষ্টা করে চলেছে। কিন্তু, এমন জনপ্রিয় খাবার দিয়ে এমন আজব একটি রেসিপি দেখে সকলেই অবাক। এর ফলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় আমের ম্যাগির ভিডিয়ো। এক নজরে দেখে নিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিয়ো।

AUTHOR :RIMA

গাড়ি-থেকে-নামলেন,-হেঁটে-গেলেন,-রাস্তা-আটকে-রাখা-বিশাল-সাপ-খালি-হাতে-সরিয়েও-দিলেন! Read Previous

গাড়ি থেকে নামলেন, হেঁটে ...

সাঁতার-কাটার-সময়-চলে-এল-ভয়ংকর-সাপ!-মুহূর্তে-ঘটল-ভয়ংকর-কাণ্ড Read Next

সাঁতার কাটার সময় চলে এল ভ...