You will be redirected to an external website

সুইগিতে চাকরি পেয়েছে বাবা, মেয়ের খুশিতে চোখে জল নেটিজেনদের

সুইগিতে-চাকরি-পেয়েছে-বাবা,-মেয়ের-খুশিতে-চোখে-জল-নেটিজেনদের

মেয়ের খুশিতে চোখে জল নেটিজেনদের

কথায় আছে মেয়েরা ঘরের লক্ষ্মী। পরিবারের কোনও খুশির মুহূর্তে ঘরের লক্ষ্মী যে খুশি হবেন তা তো বলাই বাহুল্য। আবার পারিবারিক সম্পর্কে বাবা-মেয়ের সম্পর্ক সবসময়ই স্পেশাল। প্রতিটা মেয়েই বাবার কাছে স্পেশাল। মেয়েরা যেমন বাবার ছোট-বড় প্রতিটি কাজের দিকে খেয়াল রাখে, তেমনই বাবার যে কোনও সাফল্য মেয়েদেরকেই বোধ করি সবচেয়ে বেশি খুশি করে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বাবা-মেয়ের ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি সুইগিতে চাকরি পেয়ে মেয়েকে দেখাচ্ছেন। বাবার এই সাফল্যে খুশি মেয়েও। যারাই সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো দেখছেন, তাঁদের মুখেও হাসি ফুটেছে। আবার অনেক নেটিজেন চোখের জল ধরে রাখতে পারেননি। যদিও এই কান্না আসলে আনন্দের।

নেট দুনিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিয়োটি শেয়ার করেছেন পূজা অবন্তিকা নামে এক নেটিজেন। তিনি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ভিডিয়ো শেয়ার করেছেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি অনলাইন ফুড ডেলিভারি কোম্পানি সুইগির টি-শার্ট হাতে ধরে দাঁড়িয়ে রয়েছেন। পাশে তাঁর মেয়ে রয়েছে চোখ বন্ধ করে। এরপর মেয়েটি চোখ খুলেই বাবাকে সুইগি টি-শার্ট হাতে দেখে আনন্দে ভাসে। ভিডিয়োতে স্পষ্ট বাবা চাকরি পেয়েছে দেখে যারপরনাই আনন্দিত মেয়ে। ভিডিয়োটি দেখে মন ভালো হচ্ছে নেটিজেনদের।

ভিডিয়োটি ইতিমধ্যে 86 হাজারের বেশি লাইক কুড়িয়েছে। প্রায় 10 লাখের বেশি বার এই ভিডিয়ো দেখাও হয়েছে। এক নেটিজেন কমেন্ট করেছেন, "বাবার নতুন চাকরি। এখন আমি আমার পছন্দের খাবার খেতে পারি।" নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছে মেয়েটিকে। এক ইন্সটা ব্যবহারকারী লিখেছেন, "স্যার, আপনি ভাগ্যবান যে এমন একটি পরীর মতো মেয়ে পেয়েছেন।" অন্য অনেকে আবার, পরিবারের সকলের সুখ-শান্তির কামনাও করেছেন। আবার কেউ ভিডিয়োটিকে মনছোঁয়া বলেও জানিয়েছে।

AUTHOR :RIMA

গাড়ি-থেকে-নামলেন,-হেঁটে-গেলেন,-রাস্তা-আটকে-রাখা-বিশাল-সাপ-খালি-হাতে-সরিয়েও-দিলেন! Read Previous

গাড়ি থেকে নামলেন, হেঁটে ...

'চকোলেট-খেতে-দিচ্ছে-না',-মায়ের-বিরুদ্ধে-পুলিশ-আন্টির-দ্বারস্থ-একরত্তি Read Next

'চকোলেট খেতে দিচ্ছে না', ম...