You will be redirected to an external website

অনলাইনে আইফোন অর্ডার দিয়ে হাতে পেলেন সাবান!থানায় ছুটলেন যুবক

অনলাইনে-আইফোন-অর্ডার-দিয়ে-হাতে-পেলেন-সাবান!থানায়-ছুটলেন-যুবক

অনলাইনে আইফোন অর্ডার দিয়ে হাতে পেলেন সাবান

অনলাইনে অর্ডার দিয়েছিলেন আইফোন। পেলেন সাবান। এমন কাণ্ডই ঘটেছে মহারাষ্ট্রের ঠাণে এলাকায়। এই ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন ২৫ বছরের যুবক। সোমবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।

পুলিশ সূত্রে খবর, অনলাইনে ৪৬ হাজার টাকা মূল্যের একটি আইফোন অর্ডার দিয়েছিলেন ওই যুবক। কিন্তু ডেলিভারির সময় প্যাকেট খুলে হতবাক হয়ে যান তিনি। দেখেন, আইফোনের বদলে তাতে রাখা রয়েছে তিনটি সাবান। গত ৯ নভেম্বরের ঘটনা।

এই ঘটনায় যুবকের অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারায় মামলা রুজু করা হয়েছে। অনলাইনে শপিং করতে গিয়ে এই ধরনের বিড়ম্বনার ঘটনা নতুন নয়। অতীতেও এমন ঘটনার খবর প্রকাশ্যে এসেছে। পুলিশ সূত্রে খবর, ডেলিভারির সময় প্যাকেটটি কেউ বদলেছেন। 

AUTHOR :RIMA

গাড়ি-থেকে-নামলেন,-হেঁটে-গেলেন,-রাস্তা-আটকে-রাখা-বিশাল-সাপ-খালি-হাতে-সরিয়েও-দিলেন! Read Previous

গাড়ি থেকে নামলেন, হেঁটে ...

প্রকৃতির-অন্য-রূপ-দার্জিলিঙে,সান্দাকফুতে-মরসুমের-প্রথম-তুষারপাত Read Next

প্রকৃতির অন্য রূপ দার্জ�...

Related News