You will be redirected to an external website

প্রভুকে শেষ বিদায় জানাতে হাসপাতালে পোষ্য, নিথর দেহের পাশে ভিজল চোখ, ভাইরাল ভিডিয়ো

প্রভুকে-শেষ-বিদায়-জানাতে-হাসপাতালে-পোষ্য,-নিথর-দেহের-পাশে-ভিজল-চোখ,-ভাইরাল-ভিডিয়ো

প্রভুকে শেষ বিদায় জানাতে হাসপাতালে পোষ্য

হাসপাতালের বিছানায় শুয়ে আছেন প্রভু। দেহে প্রাণ নেই। চেষ্টা করেও চিকিৎসকরা তাঁকে বাঁচাতে পারেননি। প্রভুকে শেষ বিদায় জানাতে হাসপাতালে এসেছে প্রিয় পোষ্য। তার করুণ অভিব্যক্তির ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

ভিডিয়োটি পুরনো। বছর ছ’য়েক আগে ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মৃত্যু হয় এক যুবকের। তাঁর নাম রিয়ান জেসেন (৩৩)। হাসপাতালে প্রভুকে শেষ বারের মতো বিদায় জানাতে গিয়েছিল তাঁদের পোষা কুকুর মলি। সেই দৃশ্যের ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন মৃতের দিদি। তার পর থেকেই তা ভাইরাল।

ভিডিয়োতে দেখা গিয়েছে, হাসপাতালের শয্যায় শুয়ে থাকা যুবকের নাকে পাইপ লাগানো। তিনি নিথর। তাঁর দেহের কাছে নিয়ে যাওয়া হয়েছে কুকুরটিকে। সে প্রভুর মুখের কাছে মুখ নিয়ে গিয়ে গন্ধ শুঁকছে। করুণ ভাবে এ দিক ও দিক তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে সারমেয়। পাশ থেকে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন পরিবারের লোকজন।

৬ বছরের পুরনো ভিডিয়োটি সম্প্রতি সমাজমাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে। ভিডিয়োটির নীচে নানা জনে নানা মন্তব্য করেছেন। কুকুরের সঙ্গে মানুষের বন্ধন যে কত দৃঢ়, সে কথাই মনে করিয়ে দিয়েছে এই ভিডিয়ো।

AUTHOR :RIMA

গাড়ি-থেকে-নামলেন,-হেঁটে-গেলেন,-রাস্তা-আটকে-রাখা-বিশাল-সাপ-খালি-হাতে-সরিয়েও-দিলেন! Read Previous

গাড়ি থেকে নামলেন, হেঁটে ...

২-দিন-ধরে-নিখোঁজ-প্রৌঢ়া,-২২-ফুটের-পাইথনের-পেট-কাটতেই-বেরিয়ে-এল-দেহ! Read Next

২ দিন ধরে নিখোঁজ প্রৌঢ়া,...