You will be redirected to an external website

কলা দিয়ে তৈরি হচ্ছে পিৎজা,ভিডিয়ো দেখে খাওয়া ভুলল ইন্টারনেট

কলা-দিয়ে-তৈরি-হচ্ছে-পিৎজা,ভিডিয়ো-দেখে-খাওয়া-ভুলল-ইন্টারনেট

কলা দিয়ে তৈরি হচ্ছে পিৎজা

কলা দিয়ে বানানো হচ্ছে পিৎজা। সেই ভিডিয়ো দেখে খাওয়া ভুলল ইন্টারনেট। ইনস্টাগ্রামে এই খাবারের রেসিপির একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন কেউ। সেই ভিডিয়ো দেখে শোরগোল উঠল,

ভিডিয়োয় দেখা যাচ্ছে ময়দার বদলে পিৎজার ‘বেস’ অর্থাৎ যার উপর সস, চিজ সাজিয়ে খেতে দেওয়া হয়, সেটি বানানো হচ্ছে কলা দিয়ে। প্যানের মধ্যে কলা নিয়ে সেগুলিকে চটকে তার উপর পিৎজার সস এবং চিজ ছড়িয়ে দেওয়া হচ্ছে। তার পর বেক করতে অভেনেও ঢোকানো হচ্ছে প্যানটিকে। কিন্তু শেষে পিৎজা তৈরি হয়ে বেরনোর পর যা দেখা যাচ্ছে, তা দেখে বিরক্ত নেটাগরিকেরা।

ভিডিয়োটি ভাইরাল হয়েছে। তবে ভালবেসে নয়। একটা খাবার কতটা খারাপ হতে পারে তার উদাহরণ দিতেই এই ভিডিয়ো বার বার শেয়ার করা হয়েছে। যাঁরাই দেখেছেন তাঁরাই নিন্দা করেছেন রাঁধুনীর।

AUTHOR :RIMA

গাড়ি-থেকে-নামলেন,-হেঁটে-গেলেন,-রাস্তা-আটকে-রাখা-বিশাল-সাপ-খালি-হাতে-সরিয়েও-দিলেন! Read Previous

গাড়ি থেকে নামলেন, হেঁটে ...

আমেরিকায়-দেদার-বিকোচ্ছে-দেশি-খাটিয়া,-দাম-শুনে-বিস্মিত-অনেকে Read Next

আমেরিকায় দেদার বিকোচ্ছে...