You will be redirected to an external website

বিয়ার খেতে কেমন জানিয়ে ফেসবুকে পোস্ট! যুবককে জেলের সাজা শোনাল আদালত

বিয়ার-খেতে-কেমন-জানিয়ে-ফেসবুকে-পোস্ট!-যুবককে--জেলের-সাজা-শোনাল-আদালত

বিয়ার খেতে কেমন জানিয়ে ফেসবুকে পোস্ট

বিয়ারটি কেমন খেতে তা নিয়েও সমাজমাধ্যমে নিজের মতামত লিখেছিলেন তিনি। আর তারই জেরে ওই যুবককে দেড় লক্ষ ভাট অর্থাৎ, ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে তিন লক্ষ টাকা জরিমানা করল তাইল্যান্ডের এক আদালত। পাশাপাশি ওই যুবককে ৬ মাস কারাদণ্ডের সাজাও শোনানো হয়েছে। গ্রেফতার হওয়া ওই যুবকের নাম আর্টিড সিভানসাফান।

২০০৮ সালে অ্যালকোহলযুক্ত পানীয়ের বিজ্ঞাপন করলে ১১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করার আইন পাশ করেছে তাইল্যান্ড সরকার। সেই আইন লঙ্ঘনের জন্যই আর্টিডকে দোষী সাব্যস্ত করেছে ব্যাঙ্ককের একটি আদালত। যদিও আর্টিডের দাবি, তিনি বিয়ার নিয়ে কোনও বিজ্ঞাপনী প্রচার করেননি। বিয়ারটি কেমন খেতে তা গ্রাহকদের জানানো তাঁর নৈতিক কর্তব্য ছিল। এবং তিনি তা-ই জানিয়েছেন। তাঁকে গ্রেফতারের নির্দেশ ন্যায্য নয় বলেও দাবি করেছেন আর্টিড।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে ফেসবুকে ওই পোস্টটি করেছিলেন আর্টিড। প্রাথমিক ভাবে তাঁকে ৮ মাসের জেল এবং ৪.৭ লক্ষ টাকা জরিমানা করে ব্যাঙ্ককের একটি আদালত। 

AUTHOR :RIMA

গাড়ি-থেকে-নামলেন,-হেঁটে-গেলেন,-রাস্তা-আটকে-রাখা-বিশাল-সাপ-খালি-হাতে-সরিয়েও-দিলেন! Read Previous

গাড়ি থেকে নামলেন, হেঁটে ...

পেশিবহুল-হাত,-শাড়ি-পরে-তাক-লাগালেন-এই-‘দেশি-গার্ল’ Read Next

পেশিবহুল হাত, শাড়ি পরে ত...