You will be redirected to an external website

এ যেন বাস্তবের 'বাধাই হো'! 47-এ অন্তঃসত্ত্বা মা, বোনকে স্বাগত জানাল 23 বছরের দিদি

এ-যেন-বাস্তবের-'বাধাই-হো'!-47-এ-অন্তঃসত্ত্বা-মা,-বোনকে-স্বাগত-জানাল-23-বছরের-দিদি

বোনকে স্বাগত জানাল 23 বছরের দিদি

প্রথম সন্তানের বয়স 23। দ্বিতীয় সন্তানের এক সপ্তাহ। আর দ্বিতীয় সন্তানই সোশ্যাল মিডিয়ায় তাঁর মায়ের দ্বিতীয়বার গর্ভবতী হওয়ার খবর সকলকে দিয়েছেন। ছবিটা কী খুব চেনা লাগছে? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আয়ুস্মান খুরানা অভিনীত 'বাধাই হো' সিনেমায় এমনই দৃশ্য আমরা দেখেছিলাম। তবে এবার সিনেমার পর্দায় নয়, একেবারে বাস্তবেই একইরকম এক ঘটনার নজির সামনে এসেছে।

'বাধাই হো' সিনেমায় আমরা এক অদ্ভুত পরিস্থিতি দেখতে পেয়েছিলাম। যেখানে 25 বছর বয়সী নকুল ওরফে আয়ুস্মান খুরানা তাঁর মায়ের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে জানতে পারেন। বেশি বয়সে দ্বিতীয়বার গর্ভবতী হওয়া নিয়ে কুন্ঠাবোধ করতে থাকেন আয়ুস্মানের মা। সমাজের হাজারো কটাক্ষকে উপেক্ষা করে শেষ পর্ষন্ত তিনি সন্তানের জন্ম দেন। একেবারে সেরকমই অভিজ্ঞতা হয়েছে বাস্তবের আর্যার। 

কর্মসূত্রে মা-বাবার থেকে দূরে থাকে আর্যা। বেশ কয়েক মাস আগে আচমকাই তাঁর কাছে বাড়ি থেকে একটি ফোন আসে। বাড়িতে ছুটিতে যাওয়ার আগে সেই একটি ফোনই তাঁর জীবন যেন পাল্টে দেয়।আর সেই ফোনেই মায়ের দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন তাঁর বাবা। তবে খবরটা পেয়ে আর্যা যে শুধু সমাজের কথা ভেবেছিলেন তা নয়, মায়ের বয়সের কথাও তাঁর মনে হয়েছিল। কারণ তাঁর মায়ের বয়স ছিল 47 বছর। আর এই বয়সে সন্তানধারণের ধকল তিনি সামলাতে পারবেন কিনা তা নিয়ে বেশ চিন্তিত ছিলেন আর্যা।

প্রাথমিকভাবে যদিও আর্যার বাবা-মাও তাঁকে খবরটি দেননি। আর্যা যখন খবর পান তখন তাঁর মা আট মাসের অন্তঃসত্ত্বা। তাঁর বাবা জানিয়েছেন যে প্রথম সাত মাস আর্যার মা তাঁর গর্ভবতী হওয়ার বিষয়ে বুঝতেই পারেননি। তাছাড়াও সমাজের কথা ভেবেও খানিকটা সকলকে জানাতে অস্বস্তিবোধ করেছিলেন দম্পতি। গর্ভাবস্থার একেবারে শেষের দিকে মেয়েকে খবর দেন তাঁরা।

AUTHOR :RIMA

গাড়ি-থেকে-নামলেন,-হেঁটে-গেলেন,-রাস্তা-আটকে-রাখা-বিশাল-সাপ-খালি-হাতে-সরিয়েও-দিলেন! Read Previous

গাড়ি থেকে নামলেন, হেঁটে ...

Fitness-Routine:বয়স-১০৩,-কোনও-ওষুধ-খেতে-হয়-না!-‘ফিট’-আছেন-কী-করে? Read Next

Fitness Routine:বয়স ১০৩, কোনও ওষুধ ...