You will be redirected to an external website

দরজায় ভিড়, তাই জানলা গলে বাসে উঠলেন যাত্রী!

দরজায়-ভিড়,-তাই-জানলা-গলে-বাসে-উঠলেন-যাত্রী!

জানলা দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করেন তরুণী

৯টা-৫টার অফিস করা নিত্যযাত্রীরা প্রায়ই এমন পরিস্থিতিতে পড়েন। কিন্তু তার পর তারা কী করেন? দরজার ঠেলাঠেলি এড়াতে জানলা দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করেন কি?

তাঁদের বিস্ময় আরও কয়েক গুণ বাড়িয়ে দেবেন ভাইরাল হওয়া ভিডিয়োর এক তরুণী। কারণ তিনি শুধু জানলা দিয়ে ভিড় বাসের ভিতরে ঢোকার চেষ্টাই করেননি, ভিতরে প্রবেশও করেছেন!

গোটাটাই ধরা পড়েছে একটি ভিডিয়োয়, যা সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, সাধারণ প্যান্ট-শার্ট পরা আপাত রোগা শরীরের এক তরুণী একটি চলন্ত ভিড় বাস লক্ষ্য করে ছুটে আসছেন। বাসটির দরজায় ঠাসা ভিড়। তিলধারণের জায়গাও নেই। তরুণী সেখানে ওঠার কোনও চেষ্টা না করে সোজা বাসের জানলা ধরে ঝুলে পড়েন। তার পর শরীরের অনেকটা ঢুকিয়ে দেন ভিতরে।

জানলার ধারে বসা এক যাত্রীকে দেখা যায় তাঁকে সাহায্য করতে। কিন্তু তার পরও পুরোপুরি ভিতরে ঢুকতে পারেননি ওই তরুণী। 

AUTHOR :RIMA

গাড়ি-থেকে-নামলেন,-হেঁটে-গেলেন,-রাস্তা-আটকে-রাখা-বিশাল-সাপ-খালি-হাতে-সরিয়েও-দিলেন! Read Previous

গাড়ি থেকে নামলেন, হেঁটে ...

24-ক্যারাট-সোনায়-তৈরি-কুলফি,-দাম-শুনলে-ভিরমি-খাবেন!- Read Next

24 ক্যারাট সোনায় তৈরি কুল...