নিজেই স্ত্রীর সঙ্গে তাঁর প্রেমিকের বিয়ে দিলেন স্বামী
বিহারের এই ঘটনার কথা মনে করিয়েছে সঞ্জয় লীলা ভন্সালী পরিচালিত বলিউডের সুপারহিট ছবি ‘হম দিল দে চুকে সনম’-এর কথা। ছবির সঙ্গে বিহারের ঘটনার একটাই মিল। তা হল স্ত্রীর সঙ্গে তাঁর প্রেমিকের পুনর্মিলন ঘটানো। বাকি অংশের কোনও মিল নেই।
বিয়ের পরও প্রেমিককে ভুলতে পারেননি স্ত্রী। ভালবাসার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল স্ত্রীর। এ কথা জানতে পারার পরও চটেননি মহিলার স্বামী। বরং স্ত্রী এবং তাঁর প্রেমিকের পুনর্মিলন করালেন স্বামী। শুধু তাই নয়, স্ত্রীর সঙ্গে তাঁর প্রেমিকের বিয়েও দিলেন ওই যুবক। ঘটনাটি বিহারের নওয়াদা জেলার।
ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি শিব মন্দিরে স্বামীর সামনেই প্রেমিকের সঙ্গে বিয়ে করছেন স্ত্রী। তাঁর সিঁথিতে সিঁদুর পরাচ্ছেন প্রেমিক। সেই মুহূর্তে কাঁদতে দেখা গিয়েছে ওই মহিলাকে।