তরুণীকে বিয়ে করে হাসি থামতেই চায় না বৃদ্ধের
বেহিসাবের অঙ্কেই হঠাৎ বহাত্তুরে বৃদ্ধের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সদ্য ২০ পেরনো তরুণী। সমজমধ্যমে তেমনই এক জুটির ভিডিয়ো ভাইরাল হয়েছে।
দেখা যাচ্ছে বধূ বেশে এক তরুণীর পাশে ফুল দিয়ে সাজানো আসনে বসে আছেন এক অতি বৃদ্ধ মানুষ। তাঁর মাথায় বরের পাগড়ি। গায়ে বরবেশ। তরুণীর পাশে বসে ক্যামেরার দিকে তাকিয়ে হেসেই চলছেন তিনি।
তিনিই পাত্র কি না বা তাঁর সঙ্গে ওই তরুণীর বিয়ে হয়েছে কি না ভিডিয়ো দেখে স্পষ্ট বোঝা যায় না। যদিও ভিডিয়োর নেপথ্যে একটি কণ্ঠস্বর কে বলতে শোনা যায়, "আমি ১৮ বছরের এই তরুণীকে প্রশ্ন করেছিলাম, এই বৃদ্ধকে বিয়ে করলেন কেন? আমাকে উনি দুটি বাক্যে জবাব দিলেন। 'প্রথমত, ওঁর ইনকাম, দ্বিতীয়ত, ওঁর দিন কম'।"