You will be redirected to an external website

পরীক্ষা দিচ্ছেন মা ,পরীক্ষাকেন্দ্রের বাইরে খুদেকে সামলাচ্ছেন মহিলা পুলিশকর্মী

পরীক্ষা-দিচ্ছেন-মা-,পরীক্ষাকেন্দ্রের-বাইরে-খুদেকে-সামলাচ্ছেন-মহিলা-পুলিশকর্মী

মায়ের দায়িত্বও পালন করলেন পুলিশকর্মী

সম্প্রতি নেটমাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ছ’ মাস বয়সি এক খুদের মা গুজরাত হাই কোর্টের পিওনের পদের জন্য পরীক্ষায় বসেছেন। আর পরীক্ষা চলাকালীন তাঁর শিশুর দেখাশোনা করছেন এক মহিলা পুলিশকর্মী। আমদাবাদ পুলিশের টুইটার হ্যান্ডেল থেকে সেই মিষ্টি মুহূর্তের ছবি ভাগ করা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে পুলিশকর্মীর কোলে বেশ খোশ মেজাজেই রয়েছে শিশুটি। শুধু তা-ই নয়, পুলিশকর্মীকে জরিয়ে ধরে আদরও করে নিচ্ছে সে।

রবিবার গুজরাত হাইকোর্টের পিয়ন পদের জন্য হাজার হাজার পরীক্ষার্থী পরীক্ষায় বসেন। পরীক্ষা শুরুর খিছু ক্ষণ আগে এক জন মহিলা তাঁর ৬ মাসের ছেলেকে নিয়ে ছুটতে ছুটতে পরীক্ষার কেন্দ্রে পৌঁছন। পরীক্ষা শুরুর কয়েক মিনিট আগেই জোরে জোরে কাঁদতে শুরু করে শিশুটি। অসহায় মা বুঝতে পারছিলেন না, কী ভাবে তিনি পরিস্থিতির সামাল দেবেন।

গোটা বিষয়টি কনস্টেবল দয়া বেনের নজরে পড়ে। তিনি বুঝতে পারেন, মহিলাটির সাহায্য দরকার। তিনি মহিলার কাছে গিয়ে বলেন, ‘‘তুমি পরীক্ষা দাও, আমি তত ক্ষণ তোমার সন্তানের দেখাশোনা করব।’’

AUTHOR :RIMA

গাড়ি-থেকে-নামলেন,-হেঁটে-গেলেন,-রাস্তা-আটকে-রাখা-বিশাল-সাপ-খালি-হাতে-সরিয়েও-দিলেন! Read Previous

গাড়ি থেকে নামলেন, হেঁটে ...

বয়সকে-বুড়ো-আঙুল-দেখিয়ে-আবার-লেখাপড়া-শুরু-করলেন-বৃদ্ধ,‘দ্বিতীয়-ইনিংস’-শুরু-বৃদ্ধের Read Next

বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ...