রক্তচক্ষু নিয়ে পর্যটকদের দিকে ঝাঁপিয়ে পড়ল বাঘ
উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্কের বাঘের এই ভিডিও দেখলে এসি ঘরে বসেও আপনার কালঘাম ছুটতে বাধ্য৷
সম্প্রতি এক আইএফএস অফিসার সুশান্ত নন্দা ট্যুইটারে এই ভিডিও পোস্ট করেছেন৷ ঘটনাটি ঘটেছিল কয়েক জন ট্যুরিস্টের সঙ্গে৷ চারচাকা গাড়িতে চড়়ে দিব্য সাফারিতে গিয়েছিলেন৷ হঠাৎ করেই সেখানে বাঘের সঙ্গে দেখা৷বাঘটি প্রথমে লুকিয়ে ছিল ঘাসের মধ্যে৷ তারপর হঠাৎই বিরাট গর্জন করে সে তেড়ে আসে ট্যুরিস্টদের গাড়ির দিকে৷
ভিডিওর ক্যাপশনে ওই আধিকারিক লিখেছেন, ‘ডোরাকাটা সন্ন্যাসী খুব বিরক্ত হয়েছেন৷ এখন প্রত্যেক ঘণ্টায় যদি আপনার বাড়িতে কেউ ঢুকে পড়ে, কী করবেন?’
আসলে উনি বোধহয় বোঝাতে চেয়েছেন, বাঘ নিয়ে আমাদের অতি উৎসাহ অনেক সময় আমাদেরই বিপদ ডেকে আনে৷যদিও ওই দিন গাড়ির চালকের প্রত্যুৎপন্নমতিত্বের জন্য বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন ওই পর্যটকেরা৷ দ্রুত তিনি গাড়ি ঘুরিয়ে নেন৷ পর্যটকদের মধ্যে কেউ কেউ তো তখনও পরিত্রাহী চিৎকার করছেন৷