You will be redirected to an external website

বিমানের খাবার নিয়ে ফের অভিযোগ,স্যান্ডউইচে কামড় দিতে বেরিয়ে এল জ্যান্ত কৃমি!

বিমানের-খাবার-নিয়ে-ফের-অভিযোগ,স্যান্ডউইচে-কামড়-দিতে-বেরিয়ে-এল-জ্যান্ত-কৃমি!

স্যান্ডউইচে কামড় দিতে বেরিয়ে এল জ্যান্ত কৃমি!

বিমানের খাবার নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন অভিযোগ উঠেছে। কখনও পচা খাবার দেওয়া হয়েছে যাত্রীদের, আবার কখনও খাবার থেকে পাওয়া গিয়েছিস আরশোলার পা। এ বার স্যান্ডউইচ থেকে মিলল জ্যান্ত কৃমি। কামড় দিতেই বেরিয়ে এল কৃমি! ঘটনাটি ঘটেছে ইন্ডিগো বিমানে। 

ওই তরুণী নিরামিষ খান। তাই বিমানে উঠেই তাঁকে নিরামিষ খাবার দেওয়ার জন্য অনুরোধ করেন বিমানসেবিকাদের। নিরামিষ স্যান্ডউইচ দেওয়া হয় তাঁকে। প্রবল খিদে পেয়ে যাওয়ায় তিনি তড়িঘড়ি কাম়়ড় বসান স্যান্ডউইচে। হঠাৎই তাঁর নজরে পড়ে স্যান্ডউইচ থেকে বেরিয়ে আসছে সাদা রঙের জ্যান্ত কৃমি। সেটা দেখে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন বিমানসেবিকারা। ওই তরুণী হাত থেকে স্যান্ডউইচ ফেলে দেন। গোটা বিষয়টি জানার পর যাত্রীদের ওই স্যান্ডউইচ পরিবেশন করা বন্ধ করে দেয় বিমান কর্তৃপক্ষ।

বিমান কর্তৃপক্ষের তরফে স্যান্ডউইচ বদলে দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু তাতে রাজি হননি খুশবু। পরে তিনি টুইটারে ইন্ডিগোকে ট্যাগ করে অভিযোগ জানিয়েছিলেন। তাঁর অভিযোগের জবাব দেন ইন্ডিগো কর্তৃপক্ষ। বিমান কর্তৃপক্ষের তরফে লেখা হয়, ‘‘আমাদের ভুল বুঝতে পেরেছি আমরা। আমরা প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি ভবিষ্যতে এমন আর হবে না।

AUTHOR :RIMA

গাড়ি-থেকে-নামলেন,-হেঁটে-গেলেন,-রাস্তা-আটকে-রাখা-বিশাল-সাপ-খালি-হাতে-সরিয়েও-দিলেন! Read Previous

গাড়ি থেকে নামলেন, হেঁটে ...

একসঙ্গে-ছয়-সন্তানের-জন্ম-দিলেন-পাকিস্তানি-মহিলা!-চার-পুত্র,-দুই-কন্যা Read Next

একসঙ্গে ছয় সন্তানের জন্...