You will be redirected to an external website

সিংহের দু’টি ছানার গায়ে হাত বুলিয়ে আদর করছিলেন যুবক, তার পরই যা ঘটল

সিংহের-দু’টি-ছানার-গায়ে-হাত-বুলিয়ে-আদর-করছিলেন-যুবক,-তার-পরই-যা-ঘটল

সিংহের ছানা দু’টির গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন ওই যুবক

স্বভাবে তারা হিংস্র। তাদের সঙ্গেই কি না খুনসুটি! বাঘ-সিংহদের কাছে গিয়ে ছবি তোলা বা ভিডিয়ো তোলার এমন নানা ঘটনা প্রায়শই সমাজমাধ্যমে দেখা যায়। কিন্তু এর পরিণতি ভয়ঙ্কর হতে পারে। সম্প্রতি এমনই একটি ভিডিয়ো নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে আর একটু হলেই দু’টি সিংহের ছানার আক্রমণের মুখে পড়তেন এক যুবক।

একটি গাড়ির ডিকির উপর বসেছিল দু’টি সিংহের ছানা। একে বারে তাদের কাছে গিয়ে দাঁড়ালেন এক যুবক। তাঁর পরনে কালো রঙের জামা, চোখে রোদচশমা। নায়কোচিত ভাবে পকেটে এক হাত রেখে অন্য হাত দিয়ে সিংহের ছানা দু’টির গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন ওই যুবক। আর এই মুহূর্ত ক্যামেরাবন্দি করার জন্য সামনে রাখা ছিল ক্যামেরা।

তবে সিংহের ছানা দু’টি মোটেই যুবকের স্নেহের পরশ অনুভব করেননি। বরং তারা যে বিরক্ত হচ্ছিল, তার আভাসই দিচ্ছিল। একটি সিংহছানা ক্যামেরার দিকে মুখ করে চোখ পাকাতে থাকে। মাঝেমধ্যে তার মুখাবয়বে আক্রমণের ভঙ্গিও দেখা যায়। কিন্তু তখনও সিংহের ছানাগুলির গায়ে হাত বুলিয়ে আদর করতে ব্যস্ত ওই যুবক।

এমন সময় সিংহের একটি ছানা যুবকের দিকে তাকাল। সে সময় সিংহটিকে দূর থেকে চুম্বন করলেন যুবক। তাতে যেন আরও চটল সিংহের ছানাটি। এর পরই আক্রমণের জন্য তাঁর দিকে উদ্যত হতেই ছিটকে দূরে সরে গেলেন যুবক। তার পরই সিংহের একটি ছানা দূরে সরে গেল। সিংহের অপর ছানাটি অবশ্য শান্ত ছিল। অন্য দিকে, যুবকটি আবার তাকে হাত ধরে আটকানোর চেষ্টা করলেন। এমনই এক ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা দেখে আঁতকে উঠেছেন অনেকে।

যুবকের কাণ্ড দেখে তাঁকে তিরস্কারও করেছেন অনেকে। যুবকটি কেন এমন নির্বোধের মতো আচরণ করলেন, সে প্রশ্নও তুলেছেন নেটিজেনরা। তবে ভিডিয়োটি কোন এলাকার, তা জানা যায়নি।

AUTHOR :RIMA

গাড়ি-থেকে-নামলেন,-হেঁটে-গেলেন,-রাস্তা-আটকে-রাখা-বিশাল-সাপ-খালি-হাতে-সরিয়েও-দিলেন! Read Previous

গাড়ি থেকে নামলেন, হেঁটে ...

ভাইরাল-ম্যাঙ্গো-ম্যাগির-ভিডিয়ো!-হতবাক-নেটদুনিয়া Read Next

ভাইরাল ম্যাঙ্গো ম্যাগির...