You will be redirected to an external website

ফ্রিজ খুলে চকোলেট বের করছে সারমেয়! দেখে মালিক যা করলেন

ফ্রিজ-খুলে-চকোলেট-বের-করছে-আদরের-সারমেয়!-দেখে-মালিক-যা-করলেন

গোল্ডেন রিট্রিভারের কাণ্ড দেখে চমকে গিয়েছেন যুবক

পোষ্য কুকুরটিকে ফ্রিজ খুলতে শিখিয়েছিলেন মালিকই। হয়তো ভেবেছিলেন পরে কখনও আয়েশ করার সময়ে ফ্রিজ থেকে খাবার আনানোর মতো কাজ করিয়ে নেবেন। কিন্তু সেই প্রশিক্ষণের যে অন্যরকম প্রয়োগও হতে পারে, তা তিনি ভাবতে পারেননি।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন ওই ব্যক্তি। তাতে দেখা যাচ্ছে কুকুরটি ফাঁকা ঘরে নিজে নিজেই ফ্রিজ খুলে চকোলেটের প্যাকেট বের করে আনছে। তাকে দেখে সেখানে এসে জুটছে তার আরও এক চারপেয়ে সঙ্গী। দু’জনে মিলে চকোলেট প্যাকেটখানা নিয়ে কিছু করে ওঠার আগেই অবশ্য সেখানে এসে হাজির হন বাড়ির কর্তা। ধরা পড়ে যায় দুই ‘চোর’।

ভিডিয়োর দুই সারমেয় গোল্ডেন রিট্রিভার প্রজাতির। তাদের ভিডিয়োটি এলি গোল্ডেন লাইফ নামে ইনস্টাগ্রানমে একটি ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে ভিডিয়োটি। এই অ্যাকাউন্টে প্রায়ই গোল্ডেন রিট্রিভারদের ভিডিয়ো এবং রিল শেয়ার করা হয়। তবে এই ভিডিয়োটি ভাইরাল হয়েছে। আপলোড হওয়ার পর থেকে দেড় লক্ষ কোটি লাইক পেয়েছে ভিডিয়োটি।

AUTHOR :RIMA

গাড়ি-থেকে-নামলেন,-হেঁটে-গেলেন,-রাস্তা-আটকে-রাখা-বিশাল-সাপ-খালি-হাতে-সরিয়েও-দিলেন! Read Previous

গাড়ি থেকে নামলেন, হেঁটে ...

যেমন-কর্ম,-তেমন-ফল,-গরুকে-লাথি,-লেজ-ধরে-টান,-অত্যাচারের-জবাব-মিলল-সঙ্গে-সঙ্গেই... Read Next

যেমন কর্ম, তেমন ফল, গরুকে ...