You will be redirected to an external website

বর আসতেই কনের পেটে যন্ত্রণা,শৌচাগারে যাওয়ার নাম করে প্রেমিকের সঙ্গে চম্পট তরুণী

বর-আসতেই-কনের-পেটে-যন্ত্রণা,শৌচাগারে-যাওয়ার-নাম-করে-প্রেমিকের-সঙ্গে-চম্পট-তরুণী

প্রেমিকের সঙ্গে চম্পট দিলেন তরুণী

ঘটনাটি রাজস্থানের পালি জেলার। গত ৩ মে কৈলাশ নগরের এক যুবকের সঙ্গে পালির কন্যার বিয়ের দিন ঠিক হয়েছিল। সেই মতো আয়োজনও করা হয়েছিল। নির্দিষ্ট দিনে সকাল থেকে আত্মীয় স্বজনের কোলাহল, আলো, ফুলে সেজে উঠেছিল বিয়েবাড়ি। কনের সাজে নিজের আসনেও এসে বসেছিলেন তরুণী। কিন্তু বিয়েবাড়িতে বর এসে হাজির হতেই গোলমাল শুরু হয়। কনে হঠাৎ জানান, তিনি অসুস্থ বোধ করছেন।

পেটে তীব্র যন্ত্রণা হচ্ছে বলে জানান তরুণী। বমিও করেন। পরিবারের সকলকে বলে বিয়ের আসর ছেড়ে উঠে শৌচাগারে যান। কনের জন্য অপেক্ষা করতে থাকেন পুরোহিত থেকে বরযাত্রী, সকলেই। দীর্ঘ ক্ষণ অতিক্রান্ত হলেও কনে আসেননি দেখে সকলে চিন্তিত হয়ে ওঠেন। পরে খোঁজাখুঁজি করে দেখা যায়, তিনি গায়েব। প্রেমিকের সঙ্গে তরুণী পালিয়ে গিয়েছেন বলে জানান অনেকে।

এর পর বর যা করেন, তা-ও চমকপ্রদ। হবু স্ত্রী পালিয়ে গেলেও বিয়ের আসর ছেড়ে উঠতে রাজি হননি ওই যুবক। তিনি ঠায় সেখানেই বসে থাকেন। টানা পাঁচ দিন কনের বাড়িতে থেকে যান যুবক এবং তাঁর পরিবারের সদস্যেরা। তাঁরা জানান, কনেকে না নিয়ে তাঁরা গ্রামে ফিরতেই পারবেন না। এতে তাঁদের সম্মানহানি ঘটবে।

AUTHOR :RIMA

গাড়ি-থেকে-নামলেন,-হেঁটে-গেলেন,-রাস্তা-আটকে-রাখা-বিশাল-সাপ-খালি-হাতে-সরিয়েও-দিলেন! Read Previous

গাড়ি থেকে নামলেন, হেঁটে ...

জ্বালানির-দাম-বাড়ছে,-খরচ-কমাতে-বিয়ারচালিত-মোটরসাইকেল-তৈরি-করলেন-যুবক Read Next

জ্বালানির দাম বাড়ছে, খর...