শুধু কোল্ড ড্রিংকস খেয়েই বেঁচে আছেন এই ব্যক্তি
ভুরিভোজের শেষে হোক কিংবা অনুষ্ঠান বাড়ির প্রথমে, অনেকেরই কোল্ড ড্রিংকস না হলে ঠিক চলে না। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের মতে, কোল্ড ড্রিংক মোটেও ভালো নয়। ইদানিং অবশ্য কোল্ড ড্রিংকস খাওয়ার বিষয়ে বেড়েছে সচেতনতা। কিন্তু মাঝে মাঝে তাও না হয় কোল্ড ড্রিংকসের বোতলে চুমুক দেওয়াই যায়! তবে সারা দিন শুধু এই ঠান্ডা পানীয় খেয়েই থাকা যায় নাকি? তাও আবার 17 বছর ধরে! শুনতে অবিশ্বাস্য লাগলেও নেটদুনিয়ায় এমনই এক ঘটনা সামনে এসেছে।
আজকাল সকলেই জানেন কোল্ড ড্রিংকস খাওয়া কতটা খারাপ। কিন্তু কোনও খাবার ছাড়া শুধু কোল্ড ড্রিংকস খেয়েও বেঁচে থাকা যায়? কিন্তু 17 বছর ধরে শুধু কোল্ড ড্রিংকস খেয়েই দিব্যি রয়েছেন এক ব্যক্তি।
মাঝে মাঝে এক-আধ দিন উপোস করাই যায়। কিন্তু দু-তিন দিন খাবার না পেলেই শরীর ধীরে ধীরে দুর্বল ও অসুস্থ হয়ে পড়ে। আবার এক সপ্তাহের বেশি সময় ধরে খাবার না খেলে মানুষের মৃত্যুর খবরও শোনা গিয়েছে। কিন্তু সেখানেই দীর্ঘ 17 বছর খাবার না খেয়ে বেঁচে রয়েছেন এক ব্যক্তি। এমনকী শুধু কোল্ড ড্রিংক খেলেও তাঁর বিন্দুমাত্র খিদেও পায় না। শরীরে ক্লান্তি এলে শুধুমাত্র কার্বোনেটেড ড্রিংকসই নাকি গোলামরেজাকে এনার্জি দেয়।
কোল্ড ড্রিংকসের মধ্যে সোডা সহ ফসফরিক অ্যাসিড, ক্যাফেইন, কার্বন-ডাই-অক্সাইড, সিন্থেটিক চিনি এবং নানা ধরনের রাসায়নিক উপাদানের মিশ্রণ থাকে। এই কৃত্রিম পানীয় খাওয়ার জন্য শরীরে দানা বাঁধে বিভিন্ন ধরনের রোগ। আর শুধু কোল্ড ড্রিংক খেয়েই কি সত্যি বেঁচে থাকা যায়?