You will be redirected to an external website

আঘাত পেলে গাছেরাও আর্তনাদ করে, অবহেলা পেলে সাহায্যের জন্য চিৎকারও করে ওঠে। শুনেছেন তাদের চিৎকার

আঘাত-পেলে-গাছেরাও-আর্তনাদ-করে,-অবহেলা-পেলে-সাহায্যের-জন্য-চিৎকারও-করে-ওঠে।-শুনেছেন-তাদের-চিৎকার

ব্যথা পেলে একটি গাছও ১০ থেকে ১২ বার আর্তনাদ করে ওঠে !

গাছের প্রাণ আছে, অনুভূতিও আছে- সেই কবেই বলে গিয়েছিলেন বাঙালি বিজ্ঞানী, আচার্য জগদীশচন্দ্র বসু। এ বার বিজ্ঞান জানাল- যন্ত্রণায় সাড়া দেয় গাছ। ব্যথা পেলে তীব্র আর্তনাদ করে, এমনকী অবহেলায় কাঁদেও! ইজরায়েলের তেল আভিভ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা শুনেছেন, অবহেলিত হলে বা ব্যথা পেলে নানারকম শব্দ করে গাছ।

এমনকী, টানা ১০ থেকে ১২ বারও আর্তনাদ করে। মানুষ যেমন ব্যথা পেলে ককিয়ে ওঠে, ঠিক তেমন ভাবেই। উচ্চ কম্পাঙ্কের এই শব্দ মানুষের কানে ধরা পড়ে না। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স) ব্যবহার করে গাছের কান্না শুনেছেন ওই বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ প্ল্যান্ট সায়েন্স অ্যান্ড ফুড সিকিউরিটির বিজ্ঞানী লিলাচ হাদানি ও তাঁর সহ-গবেষকরা। তাঁদের এই গুরুত্বপূর্ণ নিবন্ধ ৩০ মার্চ প্রকাশিত হয়েছে বিখ্যাত বিজ্ঞানপত্রিকা 'সেল'-এ

যন্ত্রণা হলে বা ব্যথা পেলে নানারকম শব্দ করে গাছ। এক একবার এক একরকমভাবে শব্দ করে। এমনকি টানা ১০ থেকে ১২ বার আর্তনাদ করে। মানুষ যেমন ব্যথা পেলে কঁকিয়ে ওঠে, গাছও ঠিক এমনই। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে গাছের কান্না ও আর্তনাদের শব্দ শুনেছেন স্কুল অব প্ল্যান্ট সায়েন্ট অ্যান্ড ফুড সিকিউরিটির গবেষক ড. লিলাচ হাডনি। অত্যাধুনিক মাইক্রোফোনে শব্দের কম্পাঙ্ক রেকর্ড করে তিনি শুনেছেন, গাছের আর্তনাদ। কী প্রচণ্ড যন্ত্রণা পেলে এমন হৃদয়বিদারী আর্তনাদ বের হতে পারে, তা শুনে স্তম্ভিত বিজ্ঞানীরা।
বিজ্ঞানীরা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি যন্ত্রে গাছের যন্ত্রণার শব্দ শুনেছেন। টম্যাটো, তামাক, ভুট্টা, ক্যাকটাস ইত্যাদি গাছ নিয়ে পরীক্ষা করেছেন বিজ্ঞানীরা। কোনও গাছের বেশি যত্ন করা হয়েছিল। আর কোনও গাছের কম। তো আবার কোনও গাছকে একটুও জল দেওয়া হয়নি। কিছু গাছের পাতাও ছিঁড়ে নেওয়া হয়েছিল। এই সব কিছুর পরে একটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বিজ্ঞানীরা শব্দ শোনার চেষ্ঠা করেছিলেন। তারা প্রথমবার শব্দ শুনেই অবাক হয়েছেন। তাঁরা দেখেছেন, যেসব গাছ অবহেলায় ছিল তাঁর সাহায্যের জন্য চিৎকার করেছে। একটানা আর্তনাদ করেছে। ২০ থেকে ২৫০ kHZ অবধি শব্দের কম্পাঙ্ক স্থির করে শব্দ শুনেছেন বিজ্ঞানীরা।

 মানুষ সর্বোচ্চ 20 KHz শব্দ শুনতে পায়। কিন্তু গাছেরা যে শব্দ করেছে তা ছিল ৪০-৬০ kHZ। এই উচ্চ কম্পাঙ্কের শব্দ মানুষের কানে পৌঁছয় না। যন্ত্রের সাহায্যে সেই শব্দ ও তার তীব্রতা শুনে বিশ্লেষণ করেছেন বিজ্ঞানীরা। দেখেছেন, আঘাত পাওয়ার আর্তনাদ একরকম, আর অবহেলায় থাকার কান্না অন্যরকম। এর থেকেই প্রমাণিত মানুষের মতো গাছেরও অনুভূতি আছে আর তার বহিঃপ্রকাশ এক একরকম।

AUTHOR :Rita Ghosh

গাড়ি-থেকে-নামলেন,-হেঁটে-গেলেন,-রাস্তা-আটকে-রাখা-বিশাল-সাপ-খালি-হাতে-সরিয়েও-দিলেন! Read Previous

গাড়ি থেকে নামলেন, হেঁটে ...

নিমেষে-বদলে-অটোর-রূপ!-ঝট-করে-রাজরাদের-গাড়ি-মনে-হয়,ই-অটোয়-চাপতে-চান? Read Next

নিমেষে বদলে অটোর রূপ! ঝট...