You will be redirected to an external website

মায়ের চোখে জল! মাতৃদিবসে কী এমন ঘোষণা করলেন বিমানসেবিকা?

মায়ের-চোখে-জল!-মাতৃদিবসে-কী-এমন-ঘোষণা-করলেন-বিমানসেবিকা?

মাতৃদিবসে কী এমন ঘোষণা করলেন বিমানসেবিকা?

মাতৃদিবসে আকাশপথে পাড়ি দিয়েছিলেন এক মা। ইন্ডিগো এয়ারলাইন্সের কর্মী তিনি। বহু বছর বিমান সংস্থার কেবিনের কর্মী হিসাবে কর্মরত রয়েছেন। কিন্তু মাতৃদিবসে ওই বিমানের এক বিমানসেবিকার ঘোষণার পর হঠাৎ তাঁর চোখে জল। বিমানসেবিকার পাশে দাঁড়িয়েই যাত্রীদের সামনে অঝোরে কেঁদে চলেছেন তিনি। বিমান সংস্থার তরফে টুইটারে এই ঘটনার ভিডিয়ো পোস্টও করা হয়েছে।

দেখা যাচ্ছে, কেবিনের মধ্যে ঘোষণা করতে শুরু করেছেন কেবিনের এক বিমানসেবিকা। নাবিরা শাসমি বলে নিজের পরিচয় দেন তিনি। তার পরেই মাতৃদিবস উপলক্ষে শুভেচ্ছা জানান তাঁর মাকে। নাবিরার মা-ও সেই বিমান সংস্থার কর্মী। বহু বছর ধরে মাকে এই পেশায় কাজ করতে দেখেছেন নাবিরা। মায়ের পদাঙ্ক অনুসরণ করে তিনিও একই পেশায় যুক্ত হয়েছেন।

বিমানে সকল যাত্রী এবং ক্রু-সদস্যের সামনে নাবিরা বলেন, ‘‘ছ’বছর ধরে মাকে এ ভাবে কাজ করতে দেখছি। আজ আমি ওঁর জায়গায় দাঁড়িয়ে রয়েছি। জীবনে এই প্রথম আমরা ইউনিফর্ম পরে একই কেবিনে কাজ করছি। অবশেষে সেই দিন এসেছে, যে দিন আমি মায়ের হয়ে কিছু বলছি। আশা করি, আজ মা আমায় নিয়ে গর্ব বোধ করছেন।’’ নাবিরার পাশে পুরো সময় ধরে দাঁড়িয়ে ছিলেন তাঁর মা। নাবিরার মায়ের পরনে কেবিন কর্মীর ইউনিফর্ম। মুখে হাসি, চোখ থেকে অঝোরে জল বয়ে যাচ্ছে। এ যে আনন্দাশ্রু!

চোখে জল নিয়ে মেয়ের গালে চুমু এঁকে দিলেন নাবিরার মা। মা-মেয়ের ভালবাসা দেখে যাত্রীরাও অনুভূতিপ্রবণ হয়ে যান। নাবিরা এবং তাঁর মাকে শুভেচ্ছা জানানোর জন্য হাততালিও দেন যাত্রীদের অনেকে।ইন্ডিগো এয়ারলাইন্সের তরফে টুইটারে এই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি পোস্ট করার সময় লেখা হয়েছে, ‘‘যিনি মাটিতে এবং মাটির উপরেও আমার হাত শক্ত করে ধরে রয়েছেন, সব সময় আমার পাশে রয়েছেন, তাঁকে মাতৃদিবসের শুভেচ্ছা।’’

AUTHOR :RIMA

গাড়ি-থেকে-নামলেন,-হেঁটে-গেলেন,-রাস্তা-আটকে-রাখা-বিশাল-সাপ-খালি-হাতে-সরিয়েও-দিলেন! Read Previous

গাড়ি থেকে নামলেন, হেঁটে ...

আসতে-ভয়-পান-সকলে!কিন্তু-জয়াম্মা-ঘর-বেঁধেছেন-সেই-শ্মশানে...নারীর-জীবনসংগ্রামের-সাক্ষী-চিতা Read Next

আসতে ভয় পান সকলে!কিন্তু জ...