You will be redirected to an external website

পেশিবহুল হাত, শাড়ি পরে তাক লাগালেন এই ‘দেশি গার্ল’

পেশিবহুল-হাত,-শাড়ি-পরে-তাক-লাগালেন-এই-‘দেশি-গার্ল’

নারীরও পেশিবহুল হাত থাকতে পারে

নারী মানেই কোমল হাত। কিন্তু নারীরও পেশিবহুল হাত থাকতে পারে এবং তা তাঁর সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেয়, তা বোধহয় এই মহিলাকে না দেখলে বিশ্বাস হবে না।তাঁর পরনে জামরঙা শাড়ি। খোলা চুল। গলায় নেকলেস। হাতে একটা বালা। এই অবতারে ধরা দিয়েছেন তিনি। তবে সবচেয়ে নজর কেড়েছে তাঁর পেশিবহুল হাত। দেখেই মনে হবে, রীতিমতো শরীরচর্চা করেন ওই মহিলা। সেই সুবাদেই মহিলার পেশিবহুল হাত।

নাম টুইঙ্কল চৌরাসিয়া। শাড়ি পরে পেশিবহুল হাত দেখিয়ে সমাজমাধ্যমে হইচই ফেলে দিয়েছেন ওই তরুণী। ইনস্টাগ্রামে তাঁর ভক্তের সংখ্যাও অনেক। সংখ্যাটা ১ লক্ষেরও বেশি। ইনস্টাগ্রাম প্রোফাইল টুইঙ্কল উল্লেখ করেছেন যে, তিনি ২০২১ সালের ‘মিস দিল্লি’। বাড়ি মধ্যপ্রদেশে।

শরীরচর্চার প্রতি তাঁর ঝোঁক রয়েছে। ইনস্টাগ্রামে তাঁর একাধিক ছবি এবং ভিডিয়ো দেখলেই তা টের পাওয়া যায়। তবে শাড়ি পরে নিজের পেশিবহুল হাতের যে ভিডিয়ো তুলে ধরেছেন টুইঙ্কল, তা দেখে মজেছেন তাঁর অনেক অনুরাগীই।

AUTHOR :RIMA

গাড়ি-থেকে-নামলেন,-হেঁটে-গেলেন,-রাস্তা-আটকে-রাখা-বিশাল-সাপ-খালি-হাতে-সরিয়েও-দিলেন! Read Previous

গাড়ি থেকে নামলেন, হেঁটে ...

প্রভুর-কাছে-ফিরতে-অভুক্ত-অবস্থাতেই-৬৪-কিলোমিটার-দুর্গম-পথ-হাঁটল-সারমেয় Read Next

প্রভুর কাছে ফিরতে অভুক্...