You will be redirected to an external website

চা বিক্রি করে মালামাল! 90 লাখের বিলাসবহুল গাড়ি কিনলেন ইউটিউব স্টার এমবিএ চা ওয়ালা

চা-বিক্রি-করে-মালামাল!-90-লাখের-বিলাসবহুল-গাড়ি-কিনলেন-ইউটিউব-স্টার-এমবিএ-চা-ওয়ালা

90 লাখের বিলাসবহুল গাড়ি কিনলেন ইউটিউব স্টার এমবিএ চা ওয়ালা

কেউ মানুষদের চা খাইয়ে আরাম পান আবার কেউ তা থেকে উপার্জিত অর্থ থেকে একটু একটু করে নিজের স্বপ্ন পূরণে স্বর্গ খোঁজেন। সম্প্রতি তার জলজ্যান্ত উদাহরণ তৈরি করেছেন MBA Chai Wala খ্যাত প্রফুল্ল বিল্লোর।

ইউটিউব হোক কিংবা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম বিভিন্ন সোশ্যাল মিডিয়া ঘাঁটলেই এনার দেখা মেলে। MBA থেকে ড্রপ-আউট হয়ে চা-এর দোকান খোলেন কিছু বছর আগে. দেখতে দেখতে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে তাঁর পরিচিতি। 2017 সালে 8,000 টাকার বিনিয়োগে চা-এর দোকান খোলেন প্রফুল্ল বিল্লোর। 3 বছর পর 2020 সালে তার ভাগ্য পরিবর্তন হয় এক ভাইরাল ভিডিও-র পর এখন তার দেশজুড়ে 100টি আউটলেট রয়েছে। দেশের বাইরে যুক্তরাষ্ট্রেও সম্প্রতি আউটলেট খুলেছেন তিনি।

এই গাড়ি ভারতীয় বাজারে অন্যতম সেরা বিলাসবহুল গাড়ির মধ্যে বিবেচনা করা হয়। এর অনেকগুলো ভেরিয়েন্ট বাজারে বিক্রি হয়, এতে রয়েছে 3 লিটার 6 সিলিন্ডার ইঞ্জিন। যা সর্বোচ্চ 435 bhp শক্তি এবং 520 nm টর্ক উত্পন্ন করে। এই গাড়িতে মিলবে 9 স্পিড অটোমেটিক ট্রান্সমিশন। গাড়িটি 0 থেকে 100 kmph গতি তুলতে সময় নেয় মাত্র 5.3 সেকেন্ড। গাড়িটির সর্বোচ্চ গতি 250 কিলোমিটার প্রতি ঘন্টা।এই গাড়িতে বিনোদনের জন্য রয়েছ ভরপুর ফিচার্স যেমন - 12.3 ইঞ্চি ইনফোটেনমেন্ট সিস্টেম, স্টিয়ারিং অডিও কন্ট্রোল, Bluetooth অডিও স্ট্রিমিং,ওয়্যারলেস ফোন চার্জিং, ভয়েস কমান্ড, প্যানারোমিক সানরুফ এবং অনবোর্ড স্যাটেলাইট ন্যাভিগেশন।

যাত্রীদের সুরক্ষার জন্য মিলবে 7টি এয়ারব্যাগ, অর্থাৎ ফ্রন্ট ও রিয়ার প্যাসেঞ্জারের পাশাপাশি কার্টেন এইরব্যাগও মিলবে। সঙ্গে রয়েছে ইলেকট্রনিক পার্কিং ব্রেক, অ্যান্টি লক ব্রেকিং, ট্র্যাকশন কন্ট্রোল, চাইল্ড সেফটি লক, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, ব্লাইন্ড স্পট মনিটরের মতো অ্যাডভান্স ফিচার্স।গাড়ির ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি 85 লিটার, 9 টি গিয়ার রয়েছে গাড়িতে যা এটিকে প্রিমিয়াম লুকের পাশাপাশি শক্তিশালিও করে তোলে। বুটস্পেস রয়েছে অনেক 825 লিটার। পেট্রল ডিজেলের সঙ্গে ভারতে এই গাড়ির পেট্রল-ইলেকট্রিক হাইব্রিড ভার্সনও বিক্রি করে জার্মান সংস্থা।

AUTHOR :RIMA

গাড়ি-থেকে-নামলেন,-হেঁটে-গেলেন,-রাস্তা-আটকে-রাখা-বিশাল-সাপ-খালি-হাতে-সরিয়েও-দিলেন! Read Previous

গাড়ি থেকে নামলেন, হেঁটে ...

রসগোল্লার-পর-এবার-জিআই-স্বীকৃতির-অপেক্ষায়-গুপ্তিপাড়ার-গুপো-ও-বলাগড়ের-নৌকা Read Next

রসগোল্লার পর এবার জিআই ...