মিলল সাড়ে পাঁচ কোটি টাকার জ্যাকপট
স্বপ্নে দেখেছিলেন কয়েকটি সংখ্যা। সেই সংখ্যা মিলিয়ে মিলিয়ে লটারির টিকিট কেটেছিলেন অস্ট্রেলীয় তরুণী। আর তার পরেই কেল্লা ফতে! ভারতীয় মূল্যে প্রায় ৫ কোটি ৪৮ লক্ষ ২৩ হাজার টাকার জ্যাকপট পেলেন তিনি। জ্যাকপট জিতে একই সঙ্গে তিনি বিস্মিত, আনন্দিত এবং হতভম্ব বলে জানালেন তরুণী। এখনও ঠাওর করতে পারছেন না যে কোনটা স্বপ্ন এবং কোনটা বাস্তব।
একাধিক বিদেশি প্রতিবেদনে প্রকাশ, গত ১২ এপ্রিল অস্ট্রেলিয়ার পরিচিত একটি সংস্থার লটারির টিকিট কেনেন এক তরুণী। গত ২ মে তিনি জানান প্রায় সাড়ে ৫ কোটি টাকার জ্যাকপট পেয়েছেন। মেলবোর্নের দক্ষিণ-পূর্বের এলাকা ভিক্টোরিয়ার বাসিন্দা ওই তরুণী জানান, তিনি লটারি কেটে বেমালুম ভুলেও গিয়েছিলেন। হঠাৎ কী মনে হল ওই লটারির কোম্পানির সাইট খোলেন দিন দুই আগে। তার পর যা দেখেন তাতে মাথা ঘুরে যাওয়ার জোগাড় হয় তাঁর। দেখেন তিনিই জিতেছেন জ্যাকপট।
তরুণীর কথায়, ‘‘আমি হতভম্ব। আসলে আমি স্বপ্নে কয়েকটি সংখ্যা দেখেছিলাম। সেই অনুযায়ী একটি লটারির টিকিট কিনি। কিন্তু ওই পর্যন্তই। স্বপ্নেও ভাবিনি যে ওই সংখ্যাগুলোতে ‘গুপ্তধন’ লুকিয়ে ছিল।’’ তাঁর সংযোজন, ‘‘আমার এখনও কেন জানি না বিশ্বাসই হচ্ছে না যে এমনটা ঘটেছে।’’