You will be redirected to an external website

Shubman Gill: বিশ্বকাপে ভারতীয় দলে খারাপ খবর! ডেঙ্গি আক্রান্ত শুভমান গিল

Shubman-Gill:-বিশ্বকাপে-ভারতীয়-দলে-খারাপ-খবর!-ডেঙ্গি-আক্রান্ত-শুভমান-গিল

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে ভারতীয় দলে বড় ধাক্কা

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে ভারতীয় দলে বড় ধাক্কা। এবার ডেঙ্গি আতঙ্ক ক্রিকেট বিশ্বকাপেও। ভারতীয় দলের তারকা ওপেনার শুভমান গিল ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। অস্ট্রেলিয়া বিরুদ্ধে রবিবার বিশ্বকাপের প্রথম ম্যাচ।

ভারতীয় দল সূত্রে যেটুকু জানা গিয়েছে, বুধবার থেকে জ্বর আসে শুভমান গিলের। বৃহস্পতিবার জ্বর আরও বাড়ে। জ্বরে কাবু তারকা ক্রিকেটারের তড়িঘড়ি রক্ত পরীক্ষা করানো হয়। সেখানেই জানা যায় যে শুভমান গিল ডেঙ্গি পজেটিভ। বর্তনানে জ্বরে যথেষ্ট কাবু গিল। তবে তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। সবসময় চিকিকৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তারকা ক্রিকেটার।

অস্ট্রেলিয়াক বিরুদ্ধে চেন্নাই ম্যাচের আগে গিল সুস্থ হয়ে খেলতে পারবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। শুক্রবার গিলের আবার রক্ত পরীক্ষা করা হবে। সেই রিপোর্ট দেখেই পরবর্তী সিদান্ত নেবেন চিকিৎসকরা।ইতিমধ্যেই ভারতীয় দল শুভমান গিলের পরিবর্ত হিসেবে কে রোহিত শর্মার সঙ্গে ওপেনিং করবে তা নিয়ে ভাবনা চিন্তাও শুরু করে দিয়েছে বলে খবর। এখনও পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে তাতে রোহিত শর্মার ওপেনিং পার্টনার হতে পারেন ইশান কিশান। 

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

অসুস্থ-শুভমন,বোর্ডের-এক-কর্তার-দাবি-শুভমন-খেলার-মতো-অবস্থায়-নেই Read Next

অসুস্থ শুভমন,বোর্ডের এক ...