You will be redirected to an external website

টেস্টের দ্বিতীয় দিন একগুচ্ছ রেকর্ড কোহলির, ৩৫২ রানে এগিয়ে ভারত

টেস্টের-দ্বিতীয়-দিন-একগুচ্ছ-রেকর্ড-কোহলির,-৩৫২-রানে-এগিয়ে-ভারত

টেস্টের দ্বিতীয় দিন একগুচ্ছ রেকর্ড কোহলির

প্রথম টেস্টে ভারতীয় ব্যাটিং লাইন আপকে রুখতে রীতিমতো কালঘাম ছুটেছিল ক্যারিবিয়ান বোলারদের। ৪২১ রানে রোহিত শর্মারা ইনিংস ডিক্লেয়ার করায় কার্যত হাঁফ ছেড়ে বাঁচেন ব্রেথওয়েটরা। তবে দুরন্ত বোলিংয়ের দৌলতে ভারতকে অবশ্য আর দ্বিতীয় ইনিংস খেলতে হয়নি। কিন্তু দ্বিতীয় টেস্টে টিম ইন্ডিয়ার দশটি উইকেট অন্তত তুলতে সফল হলেন রোচ, হোল্ডাররা। যদিও দিনের শেষে ৩৫২ রানে এগিয়ে রইল টিম ইন্ডিয়া।

আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে নিজের পাঁচশোতম ম‌্যাচে ঐতিহাসিক পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি হাঁকান কোহলি। টেস্ট ক্রিকেটে ২৯টি সেঞ্চুরি করেই স্যর ডন ব্র্যাডম্যানকে ছুঁয়ে ফেললেন তিনি। দেশের জার্সিতে মোট ৭৬টি সেঞ্চুরির মালিক এখন কোহলি। তবে শুধু স্যর ডনকেই নয়, শচীন তেণ্ডুলকরের রেকর্ডও স্পর্শ করলেন তিনি।

ম্যাচের দ্বিতীয় দিন ব্যাট হাতে ভাল পারফর্ম করেন রবীন্দ্র জাদেজা (৬১) এবং আর অশ্বিন (৫৬)। কিন্তু টেল এন্ডারদের দ্রুত প্যাভিলিয়নে ফেরাতে সফল হল ক্যারিবিয়ান বোলাররা। জবাবে প্রথম ইনিংসে দিনের শেষে এক উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৮৬।এদিকে, টেস্টে অভিষেক ঘটিয়ে আবেগ ভাসলেন বাংলার পেসার মুকেশ কুমার। জীবনের প্রতি পদে পরিশ্রম করে লড়াই চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা পেয়েছেন মায়ের থেকেই। তাই এমন ঐতিহাসিক মুহূর্তে মা’কে ফোন না করে পারেননি।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

Asia-Cup:--এমার্জিং-এশিয়া-কাপের-ফাইনালে-ভারত-ও-পাকিস্তান,-১০-বছর-পরে-চ্যাম্পিয়ন-হওয়ার-লক্ষ্যে Read Next

Asia Cup: এমার্জিং এশিয়া কাপে...