মধ্যরাতে ১৫ সদস্যের প্রাথমিক দল তৈরি করা হয়েছে
শনিবার মধ্যরাতে ১৫ সদস্যের প্রাথমিক দল তৈরি করা হয়েছে। দলে জায়গা হয়নি সঞ্জু স্যামসনের। সুযোগ পাননি আরও দুই ক্রিকেটার। যদিও আনুষ্ঠানিক ভাবে দল ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত দল ঘোষণা করতে হবে বিশ্বকাপের জন্য।
সঞ্জু ছাড়াও দলে সুযোগ পাননি তিলক বর্মা এবং প্রসিদ্ধ কৃষ্ণ। শনিবার রাতের দিকে নির্বাচক কমিটির সদস্যেরা বৈঠকে বসেন। লোকেশ রাহুলের বিশ্বকাপ খেলার ব্যাপারে অনিশ্চয়তা দূর হওয়ায় সঞ্জুকে দলে রাখেননি নির্বাচকেরা। এশিয়া কাপের ম্যাচ দেখতে শ্রীলঙ্কায় গিয়েছেন প্রধান নির্বাচক অজিত আগরকর। ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল হয়ে যাওয়ার পর অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে তিনি এবং অন্য নির্বাচকেরা কথা বলেন।
ফর্মে থাকা উইকেটরক্ষক-ব্য়াটার ঈশান কিশনকে বিশ্বকাপের দলে রাখা হচ্ছে। সঞ্জুর লড়াই ছিল মূলত তাঁর সঙ্গে। বাঁহাতি আগ্রাসী ব্যাটারকেই বেছে নিয়েছেন রোহিত, দ্রাবিড়েরা। ব্যাটার হিসাবে রোহিত ছাড়াও দলে রয়েছেন বিরাট কোহলি, শুভমন গিল, শ্রেয়স আয়ার, সূর্যকুমার যাদব। চার জন অলরাউন্ডারকে রাখা হয়েছে দলে। তাঁরা হলেন হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল এবং শার্দূল ঠাকুর। রয়েছেন তিন জন জোরে বোলার যশপ্রীত বুমরা, মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ। স্পিনার হিসাবে রয়েছেন কুলদীপ যাদব।