You will be redirected to an external website

হার্দিকের ঝড়, ২০ ওভার শেষে ইংল্যান্ডের সামনে ১৬৯ রানের লক্ষ্য

হার্দিকের-ঝড়,-২০-ওভার-শেষে-ইংল্যান্ডের-সামনে-১৬৯-রানের-লক্ষ্য

ইংল্যান্ডের সামনে ১৬৯ রানের লক্ষ্য

টি২০ বিশ্বকাপ ২০২২-এ বিরাট কোহলির রমরমা। সেই প্রথম দিন থেকেই তিনি লাগাতর পারফর্ম করে চলেছেন। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস। এমন ইনিংস যা দীর্ঘদিন ভারতীয় সমর্থকদের মনে থেকে যাবে। তার পর বাংলাদেশের বিরুদ্ধেও দুরন্ত পারফরম্যান্স।

চলতি টি-২০ বিশ্বকাপে কোহলি চার নম্বর হাফ সেঞ্চুরি করে ফেললেন। তাঁর মতো ধারাবাহিক পারফর্ম আর কেউ করেননি। এই মুহূর্তে টি২০ বিশ্বকাপে তিনিই সব থেকে বেশি রান করেছেন। তবে আরেকটা কথা তাঁর ব্যাপারে বলতেই হয়। চলতি বিশ্বকাপে তিনিই বারবার টিম ইন্ডিয়ার ভরসাযোগ্য ব্যাটার হয়েছেন।

লাগাতার ওপেনিং জুটি ফ্লপ। একের পর এক ম্যাচে কে এল রাহুল-রোহিত শর্মা রান পাননি। তিন নম্বের নেমে বারবার হাল ধরেছেন কোহলি। এদিনও তিনি তাই করলেন। শুরুতেই কে এল রাহুল ফেরার পর রোহিত শর্মার উপর বাড়তি দায়িত্ব ছিল। তবে তিনি ২৮ বলে ২৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ফলে তাঁর কাছ থেকে এদিনও বড় রান পায়নি ভারতীয় দল।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

পাকিস্তানের-সঙ্গে-ফাইনালের-স্বপ্নে-ইতি,-ইংল্যান্ডের-কাছে-গো-হারা-রোহিতরা Read Next

পাকিস্তানের সঙ্গে ফাইনা...