ইংল্যান্ডের সামনে ১৬৯ রানের লক্ষ্য
টি২০ বিশ্বকাপ ২০২২-এ বিরাট কোহলির রমরমা। সেই প্রথম দিন থেকেই তিনি লাগাতর পারফর্ম করে চলেছেন। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস। এমন ইনিংস যা দীর্ঘদিন ভারতীয় সমর্থকদের মনে থেকে যাবে। তার পর বাংলাদেশের বিরুদ্ধেও দুরন্ত পারফরম্যান্স।
চলতি টি-২০ বিশ্বকাপে কোহলি চার নম্বর হাফ সেঞ্চুরি করে ফেললেন। তাঁর মতো ধারাবাহিক পারফর্ম আর কেউ করেননি। এই মুহূর্তে টি২০ বিশ্বকাপে তিনিই সব থেকে বেশি রান করেছেন। তবে আরেকটা কথা তাঁর ব্যাপারে বলতেই হয়। চলতি বিশ্বকাপে তিনিই বারবার টিম ইন্ডিয়ার ভরসাযোগ্য ব্যাটার হয়েছেন।
লাগাতার ওপেনিং জুটি ফ্লপ। একের পর এক ম্যাচে কে এল রাহুল-রোহিত শর্মা রান পাননি। তিন নম্বের নেমে বারবার হাল ধরেছেন কোহলি। এদিনও তিনি তাই করলেন। শুরুতেই কে এল রাহুল ফেরার পর রোহিত শর্মার উপর বাড়তি দায়িত্ব ছিল। তবে তিনি ২৮ বলে ২৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ফলে তাঁর কাছ থেকে এদিনও বড় রান পায়নি ভারতীয় দল।