You will be redirected to an external website

এশিয়া কাপের সবচেয়ে রোহমহর্ষক ম্যাচ? সুপার ‘ফোরের’ দূরত্বে থামল আফগানিস্তান

এশিয়া-কাপের-সবচেয়ে-রোহমহর্ষক-ম্যাচ?-সুপার-‘ফোরের’-দূরত্বে-থামল-আফগানিস্তান

সুপার ফোরের আগেই নকআউটের স্বাদ

সুপার ফোরের আগেই নকআউটের স্বাদ। শুধুমাত্র এ বারের এশিয়া কাপই নয়, বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ম্যাচ দেখলেন ক্রিকেট প্রেমীরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান ও শ্রীলঙ্কা। পেন্ডুলামের মতো দুললো ম্য়াচ। এই ম্যাচে তিনটে সিচুয়েশন ছিল। হয় শ্রীলঙ্কা সুপার ফোরে যাবে নয়তো আফগানিস্তান, আর আফগানিস্তান জিতেও ছিটকে যাবে। অবিশ্বাস্য একটা রান তাড়ায় নেমেছিল আফগানিস্তান।

একটা অবিশ্বাস্য লক্ষ্য়পূরণে প্রয়োজনীয় সবই করেছে আফগানিস্তান। এই হিসেবে লক্ষ্য দাঁড়ায় ৭ বলে ১৫ রান। স্ট্রাইকে তখন রশিদ খান। ৩৭ তম ওভারে বোলিংয়ে আসেন ওয়েলাগে। বাঁ হাতি স্পিনার দুটো ডট বল দেন। এরপর একটি বাউন্ডারি। ফের ডট বল। পঞ্চম বলে ফের বাউন্ডারি রশিদ খানের। শেষ বলে ব্যাটের কানায় লেগে পিছনে বাউন্ডারি। ১ বলে ৩ রান প্রয়োজন ছিল। ধনঞ্জয় ডি সিলভাকে আক্রমণে আনেন দাসুন শানাকা। ধনঞ্জয়ের প্রথম বলেই মুজিবের উইকেট। 

তাতেও সুযোগ ছিল আফগানিস্তানের। পরের বলে সরাসরি বাউন্ডারি মেরে জিততে পারলে আফগানিস্তান সুপার ফোরে! এত অঙ্ক। প্রতি বলেই রোমাঞ্চ। পরের বলেই ফারুকি সিঙ্গল নিতে চেয়ে ডট বল। কিন্তু পরের বলে ফারুকি আউট হতেই পরবর্তী অঙ্কও শেষ। ২৮৯ রানে অলআউট আফগানিস্তান। আর কোনও অঙ্কের প্রয়োজন ছিল না। চার পয়েন্ট নিয়ে সরাসরি সুপার ফোরে গত বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। 

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

India-vs-Pakistan:-রবিবার-সুপার-ফোরের-ম্যাচে-আবার-মুখোমুখি-হবে-ভারত-এবং-পাকিস্তান Read Next

India vs Pakistan: রবিবার সুপার ফোর...