You will be redirected to an external website

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ঘরের মাঠে নামবে আরসিবি,প্রথম ম্যাচেই কোহলিদের সামনে কঠিন চ্যালেঞ্জ

মুম্বই-ইন্ডিয়ান্সের-বিরুদ্ধে-ঘরের-মাঠে-নামবে-আরসিবি,প্রথম-ম্যাচেই-কোহলিদের-সামনে-কঠিন-চ্যালেঞ্জ

প্রথম ম্যাচেই কোহলিদের সামনে কঠিন চ্যালেঞ্জ

গত ১৫ মরসুমে একবারও আইপিএল জিততে পারেননি বিরাট কোহলি। তিনি এখন আর অধিনায়কও নন। ট্রফির খরা কি কাটবে? বোঝা যাবে রবিবার। প্রথম ম্যাচেই শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে আরসিবি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ঘরের মাঠে নামবে তারা। মুম্বইয়ের কাছে আবার চ্যালেঞ্জ গত বারের ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর।

আন্তর্জাতিক ক্রিকেটে রানে ফেরার আরসিবির কাছে বড় সুবিধা হতে চলেছে। পাশাপাশি, ট্রফি জিততে গেলে ফাফ ডুপ্লেসি, দীনেশ কার্তিকের মতো ক্রিকেটারকেও বড় ভূমিকা নিতে হবে। মুম্বই দলে থাকছেন ক্যামেরন গ্রিনের মতো আইপিএলের অন্যতম দামি অলরাউন্ডার। জফ্রা আর্চার প্রথম বার দলের হয়ে খেলতে নামবেন। যশপ্রীত বুমরা না থাকার অভাব কতটা অনুভূত হবে, সেটাও রবিবার বোঝা যাবে।

আরসিবির হয়ে প্রথম ম্যাচে নেই ওয়ানিন্দু হাসরঙ্গ। দেশের হয়ে খেলার জন্যে খেলতে পারবেন না তিনি। রজত পাটীদার এবং জশ হেজলউডের চোট। মুম্বই পাবে না ঝে রিচার্ডসনকে। বুমরার বদলি সন্দীপ ওয়ারিয়রকেও হয়তো প্রথম ম্যাচে পাওয়া যাবে না।

আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম চালু হলেও তা পুরোপুরি ব্যবহারের সুযোগ আরসিবির কাছে নেই। অন্তত প্রথম ম্যাচে তো বটেই। প্রথমে ব্যাটিং বা বোলিং যা-ই হোক, তাদের হয়তো একই একাদশ খেলাতে হবে। তবে প্রথমে ব্যাটিং করলে সূয়স প্রভুদেশাইকে যে কোনও জায়গায় খেলানো যেতে পারে। না হলে বল করার সময় সিদ্ধার্থ কৌল বা কর্ণ শর্মার মধ্যে কাউকে ব্যবহার করা যেতে পারে। এ ব্যাপারে মুম্বইয়ের অবস্থাও একই। বোলিংয়ের সময় কুমার কার্তিকেয়কে আনা যেতে পারে। ব্যাটিংয়ের ক্ষেত্রে বাজি হতে পারেন তিলক বর্মা।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

IPL-2023:অর্ধশতরানের-হ্যাটট্রিক-রাজস্থানের!সঞ্জুদের-দাপটে-২০০-পার-রয়্যালসের Read Next

IPL 2023:অর্ধশতরানের হ্যাটট্...