ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের পয়েন্ট টেবলে আফগানিস্তান
চলতি বিশ্বকাপে পরতে পরতে চমক দেখা যাচ্ছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে রবি-রাতে হারিয়েছে আফগানিস্তান। তারপর পয়েন্ট টেবলে পরিবর্তন হয়েছে। দেখতে দেখতে চলতি বিশ্বকাপের ১৩টি ম্যাচ হয়ে গিয়েছে। আজ সপ্তাহের প্রথম দিন লখনউয়ের একানা স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা। সোমবার টুর্নামেন্টের ১৪তম ম্যাচ। তার আগে চোখ বুলিয়ে নিন বিশ্বকাপের পয়েন্ট টেবলে।
১. চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে আপাতত ৩টি ম্যাচে খেলেছে রোহিত শর্মার ভারত। তার মধ্যে ভারতের জয় তিনটিতেই। মেন ইন ব্লুর ঝুলিতে ৬ পয়েন্ট। নেট রানরেট +১.৮২১। পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে ভারত।
২. ওডিআই বিশ্বকাপের পয়েন্ট টেবলে আপাতত দুই নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। ভারতের পাশাপাশি কিউয়িরাও ৩টি ম্যাচে খেলেছে। জয় ৩টিতেই। নিউজিল্যান্ডের পয়েন্ট ৬। কিন্তু নেট রানরেটে ভারতের থেকে খানিক পিছিয়ে কিউয়িরা (নেট রানরেট +১.৬০৪)।
৩. তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা চলতি ওডিআই বিশ্বকাপে এখনও অবধি ২টি ম্য়াচ খেলেছে। প্রোটিয়ারা তার ২টিতেই জিতে পয়েন্ট টেবলের তিন নম্বরে রয়েছে। রাবাডাদের পয়েন্ট ৪। নেট রানরেট +২.৩৬০। আপাতত ১০ দলের মধ্যে সবচেয়ে বেশি রানরেট দক্ষিণ আফ্রিকা।
৪. বাবর আজমের পাকিস্তাব চলতি বিশ্বকাপে ৩ ম্যাচে খেলেছে। তার মধ্যে ২টি জয় ও ১টি হারের পর পয়েন্ট টেবলের চার নম্বরে রয়েছে গ্রিন আর্মি। নেট রানরেট -০.১৩৭। পাকিস্তানের পয়েন্ট ৪।
৫. ওডিআই বিশ্বকাপের পয়েন্ট টেবলের ৫ নম্বরে রয়েছে জস বাটলারের ইংল্যান্ড। এখনও অবধি ৩টি ম্যাচ খেলেছেন জো রুটরা। তাতে ১টি জয় ও ২টি হার। নেট রানরেট -০.০৮৪। আফগানিস্তানের কাছে রবিবার হারার ফলে ইংল্যান্ডের পয়েন্ট এখনও ২।