You will be redirected to an external website

Shreyas Iyer: ১১ মাস পরে এক দিনের ক্রিকেটে শতরান করেছেন শ্রেয়স আয়ার

Shreyas-Iyer:-১১-মাস-পরে-এক-দিনের-ক্রিকেটে-শতরান-করেছেন-শ্রেয়স-আয়ার

এক দিনের ক্রিকেটে শতরান করেছেন শ্রেয়স আয়ার।

চোট সারিয়ে ফিরে দীর্ঘ ১১ মাস পরে এক দিনের ক্রিকেটে শতরান করেছেন শ্রেয়স আয়ার। শুভমন গিলের সঙ্গে তাঁর জুটি ভারতকে ভাল ভিত গড়ে দিয়েছে। সেই ভিতে ভর করে প্রথমে ব্যাট করে ৩৯৯ রান করেছে ভারত। ইন্দোরের পিচে রান করা সহজ। এই পরিস্থিতিতে ভারতের বোলারদেরও সতর্ক থাকতে হবে। 

ইনিংসের মাঝে ভারতীয় ব্যাটার বলেন, ‘‘পিচে অসমান বাউন্স রয়েছে। ৯ মিটারের আশপাশে বল ফেললে বল কিছুটা থমকে ব্যাটে আসছে। ফলে শট খেলা সহজ হচ্ছে না। আমাদের বোলারেরা সেটা কাজে লাগাতে পারে।’’

ইন্দোরে ব্যাট করতে নেমে প্রথম বল থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন শ্রেয়স। তার ফলও পান। সেই সময় কেমন মানসিকতা ছিল তাঁর। শ্রেয়স বলেন, ‘‘আমি খুব জোরে শট মারার চেষ্টা করছিলাম না। আমার লক্ষ্য ছিল টাইমিং করা। সামনের দিকে খেলার চেষ্টা করেছি।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

Rohit-Sharma:-আন্তর্জাতিক-ক্রিকেটে-রেকর্ড-গড়লেন-রোহিত-শর্মা,ছক্কা-হাঁকানোয়-রেকর্ড-গড়লেন-রোহিত Read Next

Rohit Sharma: আন্তর্জাতিক ক্রিক...