টানা পাঁচ ম্যাচ হারের পর জয়ের মুখ দেখল ইংল্যান্ড
পায়ে গুরুতর চোট। বল করতে পারছেন না বিশ্বকাপে। দেশে ফিরেই পায়ের অস্ত্রোপচার করাতে হবে বেন স্টোকসকে। তা সামলেই বিশ্বকাপে শতরান করলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। নেদারল্যান্ডসের বিরুদ্ধে স্টোকসের শতরান এমন সময় এল, যার আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে ইংল্যান্ড।
টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন বাটলার। তুলনায় দুর্বল নেদারল্যআন্ডসের বিরুদ্ধে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করলেন ইংরেজরা। জনি বেয়ারস্টো (১৫) রান না পেলেও অন্য ওপেনার দাউইদ মালান করলেন ৭৪ বলে ৮৭ রান। তাঁর ব্যাট থেকে এল ১০টি চার এবং ২টি ছয়। তবে তিন নম্বরে নেমে রান পেলেন না জো রুট (২৮)। নিজের দোষেই আউট হলেন তিনি। এর পর ইংল্যান্ডের ইনিংসের হাল ধরেন স্টোকস। টেস্ট অধিনায়কের ইনিংসের সুবাদেই বেশ কিছু দিন পর ইংল্যান্ডকে কিছুটা চেনা রূপে দেখা গেল। দলকে পৌঁছে দিলেন ভাল জায়গায়। তাঁর ৮৪ বলের ইনিংসে রয়েছে ৬টি চার এবং ৬টি ছক্কা। চোটের জন্য বিশ্বকাপের প্রথম কয়েকটা ম্যাচ খেলতে পারেননি স্টোকস। তাঁকে ইনহেলার নিতেও দেখা গিয়েছে। তবু বাটলারের দলের বড় ভরসা অর্ধেক ফিট স্টোকস। তাঁর পর অবশ্য আবার ইংল্যান্ডের আর কোনও ব্যাটার রান পেলেন না। নেদারল্যান্ডসের বিরুদ্ধেও ইংল্যান্ড ব্যাটিং লাইন আপের দুর্দশা ঢাকা গেল না। শেষ দিকে ক্রিস ওকসের ৪৫ বলে ৫১ রানের ইনিংস গত বারের চ্যাম্পিয়নদের ইনিংসকে ভাল জায়গায় পৌঁছে দেয়।নেদারল্যান্ডসের সফলতম বোলার বাস ডি লিড ৭৪ রানে ৩ উইকেট নিলেন। ৬৭ রান দিয়ে ২ উইকেট আরিয়ান দত্তের। ৮৮ রানে ২ উইকেট লোগান ভ্যান বিকের।