You will be redirected to an external website

Hardik Pandya:চোট সারিয়ে ২২ গজে ফিরেছেন তিনি,শিবের শরণে MI ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া

Hardik-Pandya:চোট-সারিয়ে-২২-গজে-ফিরেছেন-তিনি,শিবের-শরণে-MI-ক্যাপ্টেন-হার্দিক-পান্ডিয়া

চোট সারিয়ে ২২ গজে ফিরেছেন তিনি

চোট সারিয়ে ২২ গজে ফিরেছেন তিনি। শুধু তাই নয়, মুম্বই ইন্ডিয়ান্স টিমে ফিরেছে। আর ক্যাপ্টেন্সির দায়িত্বও পেয়েছেন। কিন্তু কোনও কিছুই যেন তাঁর পক্ষে যাচ্ছে না। প্রতি ম্যাচেই চরম বিদ্রুপের শিকার হচ্ছেন বরোদার অলরাউন্ডার। মুম্বই ইন্ডিয়ান্স এ বারের আইপিএলের (IPL) এমন একটা টিম, যারা হারের হ্যাটট্রিক করে পয়েন্ট টেবলে ১০ নম্বরে রয়েছে। এ বার এই পরিস্থিতিতে ঈশ্বরের শরণে গেলেন হার্দিক পান্ডিয়া।

আরব সাগরের তীরে গুজরাটের সোমনাথ মন্দিরে এ বার পুজো দিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। সোমনাথ মন্দির ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি। সংবাদসংস্থা এএনআই সোশ্যাল মিডিয়া সাইট X এ হার্দিক পান্ডিয়ার একটি ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে, সম্পূর্ণ নিয়ম কানুন, রীতিনীতি মেনে শিব ঠাকুরের পুজো দিয়েছেন হার্দিক পান্ডিয়া।

৫ বারের চ্যাম্পিয়ন মুম্বই যেন চলতি আইপিএলে ভালো পারফর্ম করেন সেটা চান হার্দিক নিজেও। ঈশ্বরের কাছে হয়তো তিনি টিমের ভালো এবং নিজের ভালো পারফরম্যান্সই চেয়েছেন। আগে মুম্বইয়ের অনুরাগীরা হার্দিক পান্ডিয়াকে ভালোবাসতেন। এখন আর তিনি মুম্বইয়ের অনুরাগীদের ভালোবাসার পাত্র নন। সেই ভালোবাসা আবার হার্দিক ফিরে পেতে চান। সোশ্যাল মিডিয়ায় হার্দিক পান্ডিয়ার শিব ঠাকুরের পুজো দেওয়ার ভিডিয়ো ভাইরাল হতেই অনেকে কমেন্ট করেছেন। একজন লিখেছেন, ‘ভগবান হার্দিকের খেয়াল রেখো।’ আর একজন লিখেছেন, ‘যখন কিছু বুঝতে না পারো, ভগবানের কাছে পৌঁছে যাও।’

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

IPL-2024:-পর-পর-দু’ম্যাচে-হার-গত-বারের-চ্যাম্পিয়নদের,জয়ের-রান-তুলল-হায়দরাবাদ Read Next

IPL 2024: পর পর দু’ম্যাচে হার গ...