You will be redirected to an external website

PM Modi: দেশে ফিরেই প্রধানমন্ত্রীর সঙ্গে প্রাতরাশ বিশ্বজয়ীদের, সকালে দেশে ফিরছেন বিশ্বজয়ীরা

PM-Modi:-দেশে-ফিরেই-প্রধানমন্ত্রীর-সঙ্গে-প্রাতরাশ-বিশ্বজয়ীদের,-সকালে-দেশে-ফিরছেন-বিশ্বজয়ীরা

দেশে ফিরেই প্রধানমন্ত্রীর সঙ্গে প্রাতরাশ বিশ্বজয়ীদের

বৃহস্পতিবার সকাল ছটা নাগাদ দিল্লি বিমানবন্দরে এসে নামবে ভারতীয় দলের চাটার্ড বিমান। তার পরেই ভারতীয় দলের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লিতেই বিশ্বজয়ীদের সঙ্গে ব্রেকফাস্ট সারবেন তিনি। তার পরে মুম্বইয়ে বিশাল সেলিব্রেশনের পরিকল্পনা রয়েছে মেন ইন ব্লুর।

বিশ্বকাপ (ICC T20 World Cup 2024) ফাইনাল হয় শনিবার। তার পর থেকে ঘূর্ণিঝড় বেরিলের প্রভাবে বার্বাডোজেই আটকে পড়ে ভারতীয় দল (Indian Cricket Team)। সেখানকার পরিস্থিতি খারাপ হতে থাকে। বন্ধ হয়ে যায় বিমানবন্দর। জারি হয় কারফিউ। হোটেলবন্দি হয়ে পড়েন ভারতীয় ক্রিকেটাররা। ঝড়ের ফলে বার্বাডোজ জুড়ে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। রোহিতদের হোটেল বিদ্যুৎহীন হয়েছিল বলে সূত্রের দাবি।

বৃহস্পতিবার সকাল ছটা নাগাদ দিল্লিতে পা রাখার কথা ক্রিকেটারদের। তার পর থেকেই শুরু হবে বিশ্বজয়ের সেলিব্রেশন। দিল্লি বিমানবন্দর থেকেই প্রধানমন্ত্রীর (Narendra Modi) সঙ্গে দেখা করবেন ক্রিকেটাররা। প্রাতরাশ সারবেন মোদির সঙ্গেই। সেখানে ঘণ্টাদুয়েক থাকবে ভারতীয় দল। 

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের �...

T20-World-Cup:-কোহলি,-রোহিতকে-সম্মান-বিমানসংস্থার,-দিল্লি-থেকে-মুম্বই-যাওয়ার-বিমানের-বিশেষ-‘নাম Read Next

T20 World Cup: কোহলি, রোহিতকে সম্�...

Related News